বর্তমান পরিস্থিতিতে ফেস মাস্ক থাকছে মানুষের মুখে। করোনাভাইরাস সংক্রমণের ভয়ে অনেকেই মুখ থেকে মাস্ক সরাতে নারাজ। আইফোন ব্যবহারকারী হলে এখন হয়তো খানিকটা স্বস্তিতে থাকতে পারবেন আপনি। ফেস মাস্ক পরা অবস্থায় ফোন আনলক করা সম্ভব হবে এমন ফিচার নিয়ে এসেছে অ্যাপল।
আইওএস ১৩.৫-এর বেটা সংস্করণের আপডেটে ওই ফেস আইডি ফিচার দেওয়া হয়েছে আইফোনে। সিএনএন বিজনেসের এক প্রতিবেদন বলছে, নতুন ফিচারে ব্যবহারকারীর মুখে মাস্ক থাকলে তা বুঝতে পারবে আইফোন। ফোন আনলক করার জন্য ‘পাসকোড এন্ট্রি অপশন’ নিয়ে আসবে পর্দায়।
‘পাসকোড এন্ট্রি অপশনে’ পূর্বনির্ধারিত পাসকোড দিয়ে আইফোনে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা। কেউ যদি নতুন ফেস আইডি ফিচারে মাস্ক পরা চেহারা দেখানোর পর মাস্ক খুলেও ফেলেন, তা-ও ফোন ফেস আনলক প্রক্রিয়ায় আনলক করতে পারবেন না ব্যবহারকারী, পাসকোডের মাধ্যমেই করতে হবে।
আইওএস ১৩.৫-এর পূর্ণ সংস্করণ কবে আসবে সে বিষয়টি এখনও খোলাসা করেনি অ্যাপল।
অধিকাংশ সময়েই অনেক ফিচার আইওএস বেট সংস্করণে দেখা গেলেও, পরে আর পরিপূর্ণ সংস্করণে তা থাকে না। আইওএস ১৩.৫-এর মাধ্যমে কনট্যাক্ট-ট্রেসিং এপিআই নিয়ে আসার কথা রয়েছে অ্যাপলের। করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সাহায্য করবে ওই কনট্যাক্ট-ট্রেসিং এপিআই।