করোনার সংক্রমণ থেকে বাঁচতে অস্ট্রেলিয়ায় প্রায় ৫০ লাখ লোক ফোনে কভিডসেফ ট্র্যাকিং অ্যাপ ডাউনলোড করে নিয়েছে।
বিবিসি জানায়, অস্ট্রেলিয়া প্রায় দেড় কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। ফলে এক তৃতীয়াংশ মানুষের হাতে ট্র্যাকিং অ্যাপটি চলে গেছে।
দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘আমরা ভালো সাড়া পেয়েছি কিন্তু এখন আরো চাই।’
সরকার এর আগে ঘোষণা দেয় অন্তত ৪০ শতাংশ মানুষের হাতে অ্যাপ চায়।
মাত্র এক সপ্তাহ আগে অ্যাপ ছাড়া হয়েছে। উন্মুক্ত হওয়ার কয়েক ঘণ্টায় ১০ লাখের বেশি মানুষ সরকারের এই ‘কন্টাক্ট ট্রেসিং’ অ্যাপ ডাউনলোড করে নেয়।
অ্যাপটি একটা কোডের দ্বারা পরিচালিত হয় এবং একটা ব্লুটুথ সিগনাল এখানে কাজ করে।
মরিসন বলেন, ‘কভিডসেফ অ্যাপ আপনাকে নিরাপদ রাখবে। এটাই সবচেয়ে ভালো উপায়। আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি।’
প্রসঙ্গত, কভিডসেফ (COVIDSafe) মোবাইল অ্যাপ ব্লুটুথের ওয়্যারলেস সিগন্যাল ব্যবহার করে করোনো রোগীর আশপাশে (১.৫ মিটার/৪.৯ ফুট) কেউ আসলেই উভয়পক্ষকে সতর্ক করছে। এ সময় সুস্থ মানুষের মোবাইলে ‘ডিজিটাল হ্যান্ডশেক’ নোটিফিকেশন যায়।
অ্যাপের ওয়েবসাইট থেকে জানা গেছে, করোনা পজিটিভ ব্যক্তির ‘খুব কাছে’ করোনামুক্ত মোবাইল ব্যবহারকারী ১৫ মিনিটের বেশি সময় পার করলে নোটিফিকেশন যাবে।
এদিকে অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ৬ হাজার ৮২৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৮৫৯ জন। তবে মারা গেছেন ৯৫ জন।