হাতে যদি কিছুটা অবসর সময় থাকে, আর সেই সময়ে যদি সৃজনশীল কিছু শিখতে চান তাহলে কোডিংয়ের চেয়ে ভালো আর কিছু হয় না। তবে এ জন্য জানা দরকার ভালো অ্যাপ কিংবা ওয়েবসাইটের ঠিকানা।
১. Mimo: প্রতিদিন কতটুকু সময় করে কোড শেখার পেছনে ব্যয় করতে চান, তা এই অ্যাপের মাধ্যমে সেট করে নিতে পারবেন। ফ্রি অ্যাকাউন্ট খুলে নির্ধারণ করতে হবে কোন কোন প্রোগ্রামিং ভাষা, দিনে কতক্ষণ ধরে শিখতে চান।
নতুন শিক্ষার্থীদের জন্য এখানে একদম সাধারণ জিনিসও শেখানো হয়।
মিমোর ওয়েব ভার্সন নেই। তাই যারা শুধুমাত্র ফোন কিংবা ট্যাবলেটে শিখতে চান তাদের জন্য এটি আদর্শ জায়গা।
ফ্রি শেখার পাশাপাশি ডলার দিয়ে বাড়তি প্যাকেজেও এখানে শেখা যায়। এ জন্য প্রতি মাসে ৯ ডলার করে দিতে হবে।
মিমো (ফ্রিমিয়াম) অ্যান্ড্রয়েড এবং আইওএসে পাওয়া যাবে।
২. Codecademy: এখানে স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। কোডিংয়ের মৌলিক শিক্ষাটা ভালো পাবেন।
এখানে ক্যারিয়ার গড়ার জন্য ভালো গাইডও পাবেন। কোন দিকে ক্যারিয়ার গড়তে হলে কী শিখতে হবে, সে বিষয়ে বেশ পরিষ্কার ধারণা দেয়া হয় এখানে।
এখানে বিনা মূল্যে ২৫টি কোর্স করতে পারবেন। প্রো অ্যাকাউন্টে যেতে হলে মাসে ২০ ডলার।
অ্যাপের পাশাপাশি এটি গুগল সার্চে ওয়েবেও পাবেন।
৩. Programming Hero: কোড সম্পর্কে যদি আপনার একদমই ধারণা না থাকে, যদি নিজের গতিতে শিখতে চান তাহলে প্রোগ্রামিং হিরো বেশ কার্যকরী।
এখানে জটিল ভাষা ব্যবহার করা হয় না। ছোট ছোট গেমসের মাধ্যমে কোডিং চ্যালেঞ্জ দেয়া হয়। তাই একঘেয়েমিও আসে না।
এখানে সব প্রাথমিক ম্যাটেরিয়াল ফ্রি। একটু উন্নত ধাপে যেতে হলে প্রতি মাসে ১০ ডলার খরচ করতে হবে।
অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন।
৪. Grasshopper: এটি ডেভেলপ করেছে গুগল। নবীনদের জন্য দারুণ। কয়েক মিনিটের ভেতর কমান্ড টাইপ শেখা যায়। এখানে জাভাস্ক্রিপ্টের ওপর বেশি ফোকাস দেয়া হলেও অন্য ভাষার জন্যও কার্যকরী।
ফ্রি ভার্সন অ্যাপের পাশাপাশি ওয়েবেও পাবেন।
৫. Code Avengers: কোড অ্যাভেঞ্জারসে নানা ধরনের উপায় পাবেন। বাচ্চাদের উপযোগী অনুশীলন ব্যবস্থাও আছে এখানে। কোডিংয়ের পাশাপাশি আপনার ক্যারিয়ার দক্ষ করতে ওয়েব ডেভেলপমেন্টও কিছু শেখানো হবে এখানে।
এখানকার লেআউট বেশ সহজ। কোডও সিম্পল।
কোড অ্যাভেঞ্জারস বেশ তথ্যবহুল সাইট। কিন্তু ফ্রি না। ব্যবহার করতে করতে পছন্দ হলে সাতদিন পর প্রতি মাসে ২০ ডলার পরিশোধ করতে হবে। এটি ওয়েবে পাবেন।