আইপ্যাড মিনি’র বর্তমান সংস্করণটির পর্দা ৭.৯ ইঞ্চি। ডিভাইসটি সেটি এক লাফে ৯ ইঞ্চির হতে যাচ্ছে। এছাড়া ১০ দশমিক ৮ ইঞ্চি পর্দার বাজারে আসবে বলে জানিয়েছে অ্যাপলের বিশ্লেষক মিং চি কুহ।
অ্যাপল চলতি বছরের শেষার্ধে বড় পর্দার দুটি আইপ্যাড আনার পরিকল্পনা করেছে। নতুন এক ইনভেস্টর নোটের কথা উল্লেখ করে কুহ এমনটাই জানিয়েছেন।
কুহ জানান, ১০ দশমিক ৮ ইঞ্চির আইপ্যাডটি চলতি বছরেই আসবে। তবে আরেকটি যার পর্দা ৮.৫ থেকে ৯ ইঞ্চি হবে সেটি আগামী ২০২১ সালে আসবে। এমনকি এসবের দাম হবে নাগালের মধ্যেই থাকবে।
অন্যদিকে অ্যাপল জানিয়েছে, তারা ভিআর নিয়ে কাজ করছে নেক্সটভিআর নামের কোম্পানির সঙ্গে।