বিশ্বব্যাপী অনলাইনে ভিডিও দেখার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। বর্তমানে ইউটিউব প্ল্যাটফর্মেও ডিজিটাল বিজ্ঞাপনে সয়লাব। তবে প্রিমিয়াম ইউটিউব ইউজারদের বিজ্ঞাপনের বাড়তি ঝামেলা পোহাতে হয় না। কিন্তু বিনামূল্যে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব উপভোগ করতে একটি সিম্পল ট্রিক অবলম্বন করা যাবে।
একজন রেডিট ইউজারের মতে, ইউটিউবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখা যাবে।
ইউটিউবের লিংকটিকে বাইপাস করতে ডোমেইনের পরে একটি বাড়তি ‘ডট’ যোগ করতে হবে৷ যেমন: www.youtube.com/xyz এর পরিবর্তে www.youtube.com./xyz. অর্থাৎ ইউটিউব ডটকম ডোমেইন এর পরে একটি বাড়িতি ডট দিতে হবে৷
রেডিট ইউজার এই ট্রিকসটির কার্যকারিতা ব্যাখ্যা করে জানান, বিভিন্ন ওয়েবসাইটগুলো ভুলবশত তাদের ঠিকানায় ‘নরমালাইজ হোসটনেম’ দিতে ভুলে যায়। অর্থাৎ সাইটগুলোতে বিজ্ঞাপন প্রদর্শন করার জন্য তারা ভিন্ন ডোমেইন ব্যবহার করে থাকে।
এই ট্রিকসটি মোবাইল ব্রাউজারে নাও কাজ করতে পারে। তাই মোবাইল ব্রাউজার থেকে ‘রিকুয়েস্ট টু ডেক্সটপ মুড’ অন করে দিতে হবে৷
তবে এই ট্রিকসটি দীর্ঘদিন কাজ করবে না। কারণ গুগল কর্তৃপক্ষ বিষয়টি প্রত্যক্ষ করার পরেই হয়ত এর সিস্টেম আপডেট করা হবে৷ তখন হয়ত ইউজারদেরকে ভিন্ন কোনো উপায় অবলম্বন বের করতে হবে।
সূত্র: গ্যাজেটস নাও