দেশে মোবাইল ফোন তৈরির কার্যক্রমকে উৎসাহিত করতে আরও এক বছর ভ্যাট অব্যাহতি রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এছাড়া মোবাইল সংযোজনের উপর বিদ্যমান ৫ শতাংশ হারে ভ্যাটও আরও এক বছর থাকার প্রস্তাব করেছেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবে এ সুবিধা দেয়ার কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে মোবাইল সেট উৎপাদনের উপর মূসক অব্যাহতি এবং সংযোজন খাতে ৫ শতাংশ হারে মূসক বিদ্যমান আছে। এর মেয়াদ ২০২০ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল।
দ্রুত বর্ধনশীল এ খাতের সম্প্রসারণের লক্ষ্যে অব্যাহতির সুবিধাটি আরও এক বছর বাড়াতে চান তিনি।
তবে ফোনের সিমকার্ড ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে নতুন করহারে মোবাইল সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ১৫ শতাংশ, সম্পূরক শুল্ক ১৫ শতাংশ ও সারচার্জ ১ শতাংশ। ফলে মোট করভার দাঁড়াবে ৩৩ দশমিক ৫৭ শতাংশ।