মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ‘অ্যাপ স্টোরে’র গেমে ‘লুট বক্স’ রাখার অনুমোদন দেয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা হয়েছে। লুট বক্স অপশনটি ইন-অ্যাপ পারচেসের সঙ্গে সম্পৃক্ত। এর মাধ্যমে গেমে নানাবিধ ডিজিটাল উপহার পান ইন-অ্যাপ পারচেসকারীরা। খবর ৯টু৫ম্যাক।
মার্কিন ‘ডিস্ট্রিক্ট কোর্ট ফর নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ায়’ দায়ের এ ক্লাস-অ্যাকশন মামলায় অভিযোগ করা হয়, অ্যাপল জুয়া এবং আসক্তিকর কৌশলের ব্যবহার ও প্রচারণার সঙ্গে জড়িত। কারণ প্রতিষ্ঠানটি নিজেদের অ্যাপ স্টোরে ডেভেলপারদের এমন গেম ও অ্যাপ ছাড়তে দিচ্ছে, যাতে লুট বক্স রয়েছে।
অভিযোগ করা হয়, বড় অংকের মুনাফার লোভে অ্যাপল বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে শিশুদের মধ্যে আসক্তি তৈরি করছে। বিষয়টি নিয়ে অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।