পানির বোতল পরিষ্কারের ব্যাপারে অনেকের মাঝে অনীহা দেখা যায় বা ভুলে যায়। তাই দেখা যায় দামি বোতল কেনা হলেও তা রক্ষণাবেক্ষণের অভাবে দূষিত পানিই সরবরাহ করে। তবে আর চিন্তা নেই! নিজ থেকেই বোতল পরিষ্কার থাকবে, সম্প্রতি এমন এক প্রযুক্তি উন্মোচন হয়েছে।
‘লার্ক’ নামের দেখতে বেশ ফ্যাশনেবল এই পানির বোতলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ইউভি-সি প্রযুক্তির সাহায্যে এই বোতল নিজেকে এবং পানিকে পরিষ্কার করে। পরিষ্কার বলতে বিশুদ্ধ করবে পানিকেও।
পানিকে বিশুদ্ধ বলতে ৯৯.৯৯% ব্যাকটেরিয়া এবং ভাইরাস দূর করে। আর এর ডাবল লেয়ার স্টেইনলেস স্টিল ২৪ ঘণ্টা পর্যন্ত ঠান্ডা এবং গরম পানিকে ১২ ঘণ্টা পর্যন্ত গরম রাখবে। তাছাড়া আপনি কোথাও ভ্রমণে গেলে এর অটো মোড আছে, যার দ্বারা প্রতি দুই ঘণ্টা পর পর ইউভি(আলট্রা ভায়োলেট) প্রযুক্তির সাহায্যে এটা পানি এবং নিজেকে পরিষ্কার রাখে।
এই বোতল কিন্তু চার্জ দিতে হয়। একবারের চার্জে প্রায় ১ মাস ব্যবহার করা যায়।