সম্প্রতি ভারতের টেলিকম দপ্তর বিএসএনএল এবং এমটিএনএল সহ অন্যান্য বেসরকারি কোম্পানি গুলিকে চীনের সমস্ত অফার এবং দ্রব্যাদি ব্যান করার নির্দেশ দিয়েছে। এছাড়াও তারা জানিয়েছে যে তাদের সিস্টেম আপগ্রেডে কোনরকম চীনের দ্রব্য ব্যবহার করা যাবে না। এই সিদ্ধান্তের ফলে ৪জি নেটওয়ার্ক আপগ্রেডেশনে এটি বড়োসড়ো পরিবর্তন দেখা যেতে পারে।
সার্ভিস প্রোভাইডারদের জানানো হয়েছে যে, তারা যতটা সম্ভব তাড়াতাড়ি নিজেদের পরিস্থিতির পরিবর্তন করুক যাতে চীনের কোম্পানিগুলি টেন্ডার প্রসেসে যুক্ত হতে না পারে। এছাড়াও তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যাতে পুরনো টেন্ডারগুলিকে সমস্ত বাতিল করে দেওয়া হয়। শুধু তাই নয় বেসরকারি মোবাইল সার্ভিস প্রোভাইডারদের আদেশ দেওয়া হয়েছে যেন তারা যেকোন চীনের দ্রব্যাদি ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। যদি তাদের কাজে আগে কোন চীনের দ্রব্য ব্যবহার হয়ে থাকে সেটিকেও পরিবর্তন করার আদেশ দেওয়া হয়েছে।
লাদাখের গালওয়ান সীমান্তে শুরু হওয়া ইন্দো-চীন রক্তক্ষয়ী সংঘর্ষের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার রাত্রে, লাদাখের গালওয়ান ভ্যালি লাইন অফ কন্ট্রোলে চীনের সৈন্য বাহিনী ২০ জন ভারতীয় জনকে গুলি করে হত্যা করে। এরপর থেকেই ভারতে চীনের দ্রব্য বয়কট করার এবং চীনের অ্যাপ্লিকেশনগুলিকে বাতিল করার প্রসঙ্গ উঠে আসে।