ভারতে বন্ধ হতে চলেছে চীনা বহুজাতিক ইন্টারনেট প্রযুক্তি সংস্থা বাইট ড্যান্সের জনপ্রিয় একটি ভিডিও অ্যাপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ অক্টোবর থেকেই বন্ধ হয়ে যাবে ভিভো ভিডিও ও ভিগো লাইট এই অ্যাপ দুটি।
বাইট ড্যান্সের পক্ষ থেকে ভিগো ভিডিও এবং ভিগো লাইট ব্যবহারকারীদের এযির পরিবর্তে সংস্থার আর একটি জনপ্রিয় অ্যাপ টিকটক ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।
ভিগো ভিডিওতে টিকটকের মতোই ছোট ছোট ভিডিয়ো শেয়ার করা যায়। ভিগো অ্যাপে ১৫ সেকেন্ডের ভিডিও শেয়ার করেন ব্যবহারকারীরা।
টিকটকের মতোই বেশ কিছু স্টিকার, লিপ সিংকের মাধ্যমে ভিডিও গান যুক্ত করা সম্ভব। অ্যাপটির ইন্টারফেসও কিছুটা টিকটকের মতোই।
কোনো নিষেধাজ্ঞার কারণে নয়, টিকটকের জনপ্রিয়তা বাড়ানোর দিকেই বেশি করে নজর দিতে চাইছে বাইটড্যান্স। উল্লেখ্য, ভিগো অ্যাপ টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠানের।