চীনের স্মার্টফোন ব্র্যান্ডগুলি ২০১৯ সালে ভারতের মোট মার্কেট শেয়ারের ৭২% দখল করে নিয়েছিল যা তার আগের বছর ছিল ৬০%। এর পিছনে মূলত কাজ করেছে দুটি কোম্পানি- বিবিকে ইলেকট্রনিক্স এবং শাওমি। বিবিকে ইলেকট্রনিক্স ভারতের অত্যন্ত জনপ্রিয় চারটি স্মার্টফোন ব্র্যান্ড – অপো, ভিভো, রিয়েলমি এবং ওয়ানপ্লাসের পেরেন্ট কোম্পানি। এই কোম্পানিটি ভারতের সম্পূর্ণ মার্কেটশেয়ারের ৩৭% অধিকার করে রয়েছে। অন্যদিকে শাওমি তারা আরও দুটি ব্র্যান্ড রেডমি এবং পোকোর সাথে বর্তমানে ভারতের মার্কেটশেয়ারের ২৮% দখল করেছে।
তবে শুধুমাত্র মার্কেটশেয়ার দখল করাই নয়, এই দুটি কোম্পানি ভারতে মোবাইল ডিভাইস এবং এক্সেসরিজ তৈরি করার জন্য অনেক টাকা বিনিয়োগও করেছে। শাওমির ভারতে সর্বমোট ৭টি স্মার্টফোন তৈরির প্ল্যান্ট রয়েছে এবং এই কোম্পানিটি তাইওয়ানের মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স কোম্পানি ফক্সকন এবং সিঙ্গাপুরের টেকনোলজি কোম্পানি ফ্লেক্স লিমিটেডের সঙ্গে যুক্ত।
ভারতে বিক্রি হওয়া ৯৯% স্মার্টফোন এই ৭টি কারখানাতেই তৈরি হয় এবং শাওমি ২৫,০০০-রও বেশি মানুষকে কাজে নিযুক্ত করেছে( যার মধ্যে ৯৫%ই মহিলা)
এছাড়াও শাওমি ভারতে পিসিবিএ অ্যাসেম্বল করার কাজে যুক্ত। অন্ধ্রপ্রদেশে ডিক্সন টেকনোলজির সঙ্গে যুক্ত হয়ে শাওমি একটি স্মার্টটিভি তৈরি করার কারখানা স্থাপন করেছে। এই কোম্পানিটি তাদের ভারতীয় ইউনিটে গত বছর ৩,৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল।
ভারতের অন্যান্য আরও বড় ব্র্যান্ড যেমন- রিয়েলমি এবং ভিভো, এরাও ভারতে প্রচুর চাকরির ক্ষেত্র প্রস্তুত করেছে। রিয়েলমির চিফ এক্সিকিউটিভ অফিসার মাধব শেঠ জানিয়েছেন, তারা ইতিমধ্যেই ৭,৫০০ জনকে চাকরি দিয়েছেন এবং এই বছরের শেষের দিকে এই সংখ্যা ১০,০০০-র গন্ডি অতিক্রম করবে। ভিভো কোম্পানিটিও ভারতে ৭,৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে তাদের ব্যবসা বৃদ্ধির উদ্দেশ্যে। এছাড়াও চীনের জনপ্রিয় কোম্পানি টিসিএল তিরুপতিতে ২,২০০ কোটি টাকা বিনিয়োগ করে নিজেদের ফ্যাক্টরি তৈরি করার পরিকল্পনা নিয়েছে। টিসিএলের এই ফ্যাক্টরিতে মোবাইল হ্যান্ডসেট এবং টেলিভিশন তৈরি হবে।