চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি কিছুদিন আগেই রেডমি কে৩০আই ফাইভজি ফোন উন্মোচন করেছিল। কোম্পানি এবার এই সিরিজের নতুন ফোন আনছে বলে খবর সামনে এল। নতুন এই ফোনটির নাম হতে পারে রেডমি কে৩০ আল্টা। যদিও অনেক রিপোর্টে একে রেডমি কে৪০ বলে দাবি করেছে। কারণ কিছুদিন আগে শাওমি তাদের রেডমি কে ৩০ এর আপগ্রেড ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করছে বলে খবর সামনে এসেছিল।
এক্সডিএ ডেভেলপারস এর রিপোর্ট অনুযায়ী, এই ফোনটি পপ আপ সেলফি ক্যামেরার সাথে আসবে। এছাড়াও এই ফোনে ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যদিও কোয়ালকমের বদলে আমরা এই ফোনে মিডিয়াটেক প্রসেসর দেখবো। তবে কোম্পানির তরফে এই ফোনটি মডেল সম্পর্কে কিছু জানানো হয়নি।
শুধু তাই নয় সম্প্রতি রেডমি কে ৪০ কে মিডিয়াটেক ডিমেন্সিটি ১০০০ প্লাস প্রসেসরের সাথে দেখা গেছে। ফলে এই দাবি কেও উড়িয়ে দেওয়া যায়না যে, ফোনটি রেডমি কে ৩০ আলট্রা না হয়ে রেডমি কে ৪০ হবে। এখন দেখার শাওমি তাদের এই নতুন ফোন কে কোন নামে বাজারে আনে। প্রসঙ্গত রেডমি কে সিরিজে শাওমি এতদিন কোয়ালকম প্রসেসরের ব্যবহার করে এসেছে।