কিছুদিন আগেই চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি তাদের নতুন কাস্টম ইউআই এমআইইউআই ১২ লঞ্চ করেছিল। এর সাথে সাথে কোম্পানি বাজারে প্রতিযোগিতা বুঝে এবং ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েডের আনন্দ দিতে এমআইইউআই ১৩ এর উপর ও কাজ শুরু করেছে বলেছে জানিয়েছে। তবে শুধু কাস্টম ইউআই নয়, শাওমি তাদের রেডমি ব্র্যান্ডের দুটি ৫জি ফোনের উপর ও কাজ করছে। সম্প্রতি এই দুটি ফোনকে চীনের নিয়ন্ত্রক সংস্থা ত্রিসি এর সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে।
রিপোর্ট অনুযায়ী, কোম্পানির এই নতুন দুই ৫জি ফোনের নাম হবে রেডমি নোট ১০ এবং রেডমি নোট ১০ প্রো ৫জি। এই দুই ফোনকে সর্বপ্রথম চীনে লঞ্চ করা হবে। শাওমির এক কর্মী জানিয়েছে, কোম্পানি ৪জি ফোনকে আর চীনে উৎপাদন করবে না, বরং এখানে ৫জি ফোন বানানোর উপর জোর দেওয়া হবে।
রেডমি নোট ১০ প্রো স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ পাঞ্চ হোল আইপিএস এলসিডি ডিসপ্লে। যার পিক্সেল ডেন্সিটি হল 393PPI. করনিং গরিলা গ্লাস এর স্ক্রীন সুরক্ষার জন্য ব্যাবহার করা হয়েছে। এর ডিসপ্লে রেজুলসন ২৪০০ পিক্সেল বাই ১০৮০ পিক্সেল। এর মধ্যে ৫জি সাপোর্ট করবে। এছাড়া এর মধ্যে আপনি ২জি, ৩গি, ৪জি ভোল্টি নেটওয়ার্ক ব্যাবহার করতে পারবেন।
এর মধ্যে দেওয়া হয়েছে কোয়েলকম স্নাপড্রাগন অক্টাকর প্রসেসর। এর মধ্যে অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে ভি আন্ড্রয়েড ১০। এটি ৬জিবি র্যাম এবং ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে লঞ্চ হতে পারে। এর আরও স্টোরেজ ভেরিয়েন্ট আছে। এর মধ্যে আপনি মাইক্রো-এসডি কার্ড লাগাতে পারবেন। এতে আপনি ৫১২জিবি পর্যন্ত এসডি কার্ড লাগাতে পারবেন। এর মধ্যে দেওয়া হয়েছে- ওয়াই-ফাই, মোবাইল হটসপোট, ব্লুটুথ, ইউএসবি কানেক্টিভিটি, ইত্যাদি।
রেডমি নোট ১০ প্রো স্মার্টফোন দেওয়া হয়েছে মোট চারটি রিয়্যার ক্যামেরা এবং একটি সেলফি ক্যামেরা। ৬৪মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ০৮মেগাপিক্সেল আল্ট্রা ওয়াড আঙ্গেল ক্যামেরা, ০৫মেগাপিক্সেল এবং ০৫মেগাপিক্সেল ডেপ্ত ক্যামেরা। এর সামনে রয়েছে ৩২মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যা দিয়ে আপনি দুর্দান্ত সেলফি তুলতে পারবেন। এর ছবি রেজুলসন ৯০০০পিক্সেল বাই ৭০০০পিক্সেল। ক্যামেরা ফিচার এর মধ্যে রয়েছে- ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেক্সন, এইচডিআর ইত্যাদি। এর মধ্যে দেওয়া হয়েছে এলইডি ফ্ল্যাশ।