পরিকল্পনা মতো সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরেই উন্মোচিত হবে হুয়াওয়ে মেট ৪০ সিরিজ। শোনা যাচ্ছে, ফোনটিতে প্রধান ক্যামেরা হিসেবে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ফ্লাউন্টিং কার্ভাড এজ ডিসপ্লে থাকবে।
হুয়াওয়ের সাপ্লাই চেইনে কর্মরত ব্যক্তিরা জানিয়েছেন, মেট ৪০ এবং মেট ৪০ প্রোতে ব্যবহৃত হতে যাওয়া ক্যামেরাটি অনেক উন্নত ফিচার নিয়ে আসবে।
মেট ৪০ সিরিজে থাকছে ৯পি লেন্স। বাজারে বর্তমান ১০৮ মেগাপিক্সেল সেন্সরের চেয়ে এটি ছবির মানে বড় পরিবর্তন আনবে।
ধারণা করা হচ্ছে ফোনটিতে এটি ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ একটি ওএলইডি প্যানেল থাকতেতে পারে । যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্জ ।
আসন্ন এই ফোনটিতে ৫ ন্যানোমিটারের কিরিন ১০০০ বা কিরিন ১০২০ চিপসেট ব্যবহার করা হতে পারে ।
আপনাকে জানিয়ে রাখি হুয়াওয়ে সবসময় তাদের মেট ও পি সিরিজে এমন ফোন আনে, যার ক্যামেরা সবসময় অন্য ফোনের থেকে ভালো হয়। ক্যামেরা র্যাকিং DxoMark এর প্রথম ৫টি ক্যামেরার তালিকায় সবার প্রথমে আছে হুয়াওয়ে পি৪০ প্রো। আবার তালিকার দ্বিতীয়স্থানে আছে হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনারের অনার ৩০ প্রো+।