কিছুদিন আগে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোন্ড ২ উন্মোচনের দিনক্ষণ নিয়ে ভিন্নমত ছিলো। তবে সেই মতের অমিলের শেষ হতে যাচ্ছে। কারণ এবার স্যামসাংই আনুষ্ঠানিকভাবে ডিভাইসটির উন্মোচনের তারিখ জানিয়েছে।
নতুন এই ডিভাইসটি গতবছরে বাজারে আসা গ্যালাক্সি ফোল্ড মডেলের পরবর্তী সংস্করণ। দিনক্ষণ নিয়ে এর আগে যে তারিখটিতে বেশি জোর দেয়া হয়েছিলো সেটিই সত্যি হতে যাচ্ছে। কারণ আগামী ৫ আগস্টেই ডিভাইসটি উন্মোচনের তারিখ ঘোষণা করেছে স্যামসাং।
শোনা গেছে, ফোনটিতে থাকবে ৭.৭ ইঞ্চির ইন্টারন্যাল আল্ট্রা-থিন গ্লাস (ইউটিজি) ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস মোবাইল প্লাটফর্ম। এছাড়া থাকবে ১২ গিগাবাইট র্যামের সাথে ২৫৬ গিগাবাইট ইন্টারন্যাল মেমরি।