দেশে বাজেট স্মার্টফোনের জনপ্রিয়তা সবথেকে বেশি হলেও মিডরেঞ্জ সেগমেন্টের ফোনগুলিও সমান জনপ্রিয়। মানুষ ধীরে ধীরে বাজে সেগমেন্টের ফোন আপগ্রেড করে মিডরেঞ্জ সেগমেন্টের বিভিন্ন ফোন কেনার দিকে ঝুঁকছেন। সম্প্রতি এই সেগমেন্টে একের পর এক দুর্দান্ত স্পেসিফিকেশনের স্মার্টফোন লঞ্চ করেছে শাওমি, রিয়েলমি, ভিভোর মতো কোম্পানিগুলি। এক নজরে ২০২০ সালের দেশের মিডরেঞ্জ সেগমেন্টে সেরা দশটি স্মার্টফোন দেখে নিন।
স্যামসাং গ্যালাক্সি এম৩১
ফোনটিতে ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, এক্সিনোস ৯৬১১ প্রসেসর, কোয়াড ক্যামেরা এবং ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে ২৩,৯৯৯ টাকা এবং ২৭,৯৯৯ টাকা।
ভিভো ওয়াই৫০
ফোনটিতে ৬.৫৩ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, স্ন্যাপড্রাগণ ৬৬৫ প্রসেসর, কোয়াড ক্যামেরা, পাঞ্চহোল ডিসপ্লে এবং ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম ধরা হয়েছে ২২,৯৯০ টাকা।
অপো এ৩১
ফোনটিতে ৬.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, হেলিও পি৩৫ প্রসেসর, ট্রিপল ক্যামেরা এবং ৪,২৩০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম ১৬,৯৯০ টাকা।
রিয়েলমি ৬আই
এতে ৬.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, হেলিও জি৮০ প্রসেসর, কোয়াড ক্যামেরা এবং ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম ধরা হয়েছে ১৬,৯৯০ টাকা।
রিয়েলমি ৫আই
এতে ৬.৫২ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, স্ন্যাপড্রাগণ ৬৬৫ প্রসেসর, কোয়াড ক্যামেরা এবং ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে ১২,৯৯০ টাকা।
অপো এ৯২
ফোনটিতে ৬.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, স্ন্যাপড্রাগণ ৬৬৫ প্রসেসর, কোয়াড ক্যামেরা, পাঞ্চহোল ডিসপ্লে এবং ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে ২২,৯৯০ টাকা।
রেডমি নোট ৯
এতে ৬.৫৩ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, হেলিও জি৮৫ প্রসেসর, কোয়াড ক্যামেরা, পাঞ্চহোল ডিসপ্লে এবং ৫,০২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে ১৯,৯৯৯ টাকা।
রেডমি নোট ৯ প্রো
ফোনটিতে ৬.৬৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, স্ন্যাপড্রাগণ ৭২০জি প্রসেসর, কোয়াড ক্যামেরা, পাঞ্চহোল ডিসপ্লে এবং ৫,০২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে ২৬,৯৯৯ টাকা এবং ২৮,৯৯৯ টাকা।
রেডমি ৯
এতে ৬.৫৩ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, হেলিও জি৮০ প্রসেসর, কোয়াড ক্যামেরা এবং ৫,০২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে ১৪,৯৯৯ টাকা।
হুয়াওয়ে ওয়াই ৭ পি
য়াই সেভেন পি ফোনটিতে ব্যবহার করা হয়েছে হোল পাঞ্চ ফুলভিউ ডিসপ্লে। ৬ দশমিক ৩৯ ইঞ্চির ডিসপ্লেটির রেজল্যুশন ১৫৬০ ও ৭২০; ফলে ব্যবহারকারী পাবেন দারুণ দর্শন অভিজ্ঞতা। স্মার্টফোনটিতে রিয়ার ক্যামেরা হিসেবে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রমের স্মার্টফোনটিতে থাকছে ৪০০০ এমএএইচের বিশাল ব্যাটারি। এ ছাড়া ৫১২ জিবি পর্যন্ত এক্সটারনাল এসডি কার্ড ব্যবহার করা যাবে। চিপসেট হিসেবে থাকবে হুয়াওয়ে কিরিন ৭১০এফ অক্টাকোর প্রসেসর। দেশের বাজারে ফোনটির দাম পড়বে ১৮ হাজার ৯৯৯ টাকা।