কিছুদিন আগেই ভারতে সরকার ৫৯ টি চীনা অ্যাপকে ব্যান করেছিল। যদিও এরপরও শাওমির কিছু ফোনে এই অ্যাপগুলিকে প্রি-ইন্সটল হিসাবে পাওয়া গেছে। এরমধ্যে পোকো এম২ প্রো ফোনটিও ছিল। তবে এবিষয়ে এবার মুখ খুললো শাওমি-র চির প্রতিদ্বন্দ্বী রিয়েলমি।
কোম্পানির তরফে টুইট করে জানানো হয়েছে, আগামীকাল ভারতে আসা রিয়েলমি ৬আই ফোন সহ রিয়েলমির পরবর্তী কোনো ফোনে ব্যান হওয়া চীনা অ্যাপ থাকবেনা। এমনকি আগের যেসমস্ত ফোনে এই অ্যাপগুলি আছে সেইসব ফোনের জন্য জলদি এটিএ আপডেট আনা হবে এবং অ্যাপগুলিকে সরিয়ে দেওয়া হবে।
আপনাকে জানিয়ে রাখি ভারতে সরকার দ্বারা ব্যান হওয়া অ্যাপগুলির মধ্যে ‘ক্লিনিং মাস্টার’ নামে অ্যাপটি ছিল। এই অ্যাপটি রেডমি ও রিয়েলমি ফোনেও আছে। তবে রেডমি এখনও তাদের ফোন থেকে ক্লিনিং মাস্টার’ অ্যাপটি সরায়নি। যদিও রিয়েলমি জানিয়ে দিয়েছে, শীঘ্রই কোম্পানি তাদের ফোন থেকে এই অ্যাপটিকেও সরিয়ে দেবে। যা সত্যি প্রশংসাযোগ্য।