ইনফো-সরকার ( ৩য় পর্যায় ) প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায় ব্রডব্যান্ড কানেক্টিভিটি প্রান্তিক এলাকায় ইন্টারনেট সেবা পৌঁছে দিচ্ছে। ফলে ইউনিয়ন ডিজিটাল সেন্টার অর্থনৈতিক কার্যক্রমের অন্যতম হাবে পরিণিত হচ্ছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার অনলাইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কেরানীগঞ্জের আটটি ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম।
জুনাইদ আহমেদ পলক বলেন, প্রতিটি ইঞ্চি মাটিতে ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে ২০২১ সালের মধ্যে সাড়ে ৪ হাজার ইউনিয়নকে আমরা হাইস্পিড রিলায়েবল ইন্টারনেট সংযোগের অধীনে আনতে পারবো।
পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর তত্ত্বাবধানে বিগত ১১ বছর দেশে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার কারণে গত ৫ মাসে শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এমনকি কোরবানির গরুর হাট পর্যন্ত ডিজিটাল প্লাটফর্মে চলে এসেছে।তাই এখন ডিজিটাল বাংলাদেশ আর স্বপ্ন বা কল্পনা নয়, বাস্তবে রূপান্তরিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামীতে কেরাণীগঞ্জের ঝিলমিল প্রকল্পে ৩ একর জমিতে ১৫৪ কোটি টাকা ব্যায়ে এককটি অত্যাধুনিক হাইটেক পার্ক স্থাপন করা হবে। ইতোমধ্যেই রাজউকের অনুমোদন নিয়ে টেন্ডার প্রক্রিয়া মূল্যায়নের কাজ চলছে। এখানে প্রায় ১০ হাজার তরুণ-তরুণীর প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান তৈরি হবে।