প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন আগামীকাল। তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক ও নিঃশব্দে ঘটে যাওয়া আইসিটি বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়।
রোববার সকালে রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে ‘সজীব ওয়াজেদ জয়: সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, টেকসই বিশ্বের নতুন নতুন উন্নয়ন ও প্রযুক্তি বাংলাদেশের তরুণদের হাতে তুলে দিয়ে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশের অযুত তরুণের প্রাণে স্বপ্ন বুনে দিয়েছেন। তার হাত ধরেই সমৃদ্ধির সোনালী সোপানে পৌঁছবে বাংলাদেশ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রযুক্তির অব্যাহত উন্নতির কল্যাণে এটিই বদলে যাওয়া বাংলাদেশ।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বের কারিশমা আর আইসিটির সক্ষমতার রূপকার সজীব ওয়াজেদ জয়।
অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী এবং গ্রন্থটির প্রকাশক জুনায়েদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সজীব ওয়াজেদ জয়ের ভিশন, মিশন ও তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই হচ্ছে এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য।
মোট ৩০৪ পৃষ্ঠার এই ই-বুকে ছবি আর রোজ নামচার বর্ণনায় সজীব ওয়াজেদ জয়ের বর্ণঢ্য জীবনের কীর্তিগাঁথা প্রকাশ করা হয়েছে। মুঠোফোনে আঙুলে স্পর্শে কিংবা ক্লিক করে বইয়ের পাতা উল্টে সমৃদ্ধির বাংলাদেশের পথে পাঠকের হৃদয়ে মুগ্ধতা ছড়িয়েছেন প্রকাশক। বইয়ের ‘স্মৃতি কথা কয়’ অনুচ্ছেদে রয়েছে দুর্লভ সব সাদাকালো ছবির প্রতিটি ডটে প্রকাশ পেয়েছে রক্তে কেনা গৌরবের ইতিহাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব ও গ্রন্থটির সম্পাদক আশরাফুল আলম খোকন এবং জয়ীতা প্রকাশনীর স্বত্বাধিকারী ইয়াসিন কবির জয়।