কভিড-১৯ মহামারীর কারণে চলতি বছর নতুন আইফোন কিছুটা দেরিতে বাজারে আসবে। অ্যাপলের আইফোন ১২ সিরিজের ডিভাইসগুলো চীনা নেভিগেশন সিস্টেম ‘বেইদাও’ সমর্থন করবে বলে তথ্য প্রকাশ পেয়েছে। এখন বিশ্বজুড়ে ২০০টি দেশে অত্যন্ত ১০ কোটি মানুষ বেইদাও নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে। খবর জিএসএম এরিনা।
এ বিষয়ে বেইদাওয়ের পরিচালক বলেন, এখন বা পরে যখনই হোক অ্যাপল এ নেভিগেশন সিস্টেম ব্যবহার করবেই। এখনো আইফোনে বেইদাও নেভিগেশন সমর্থন করে না। কিন্তু আইফোন ১২ সিরিজটিতে এটি সমর্থন করা শুরু হবে।
প্রতিবেদন অনুযায়ী, বেইদাও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে তাদের নেভিগেশনে জোর দিয়ে আসছে। এ অঞ্চলে স্মার্টফোনে নেভিগেশনটি সুবিধা দিতে তারা কাজ করছে। অ্যাপল তাদের প্রিমিয়াম সেগমেন্টের আইফোন ১২ খুব শিগগির লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।