বঙ্গবন্ধুর ছবিযুক্ত ১০০টি ডাকটিকেট প্রকাশ করেছে ডাক বিভাগ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রকাশিত শতডাকটিকেট সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঐতিহাসিক ২৫ মার্চ, ২৬ মার্চ, ৮ আগস্ট, ১৪ আগস্ট ও ১৫ আগস্ট এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যবদ্য ভূমিকা নিয়ে এই ডাকটিকেট অবমুক্ত করা হয়। মুজিব শতবর্ষে গ্রন্থিত করা হয় শত ডাক টিকেটের স্মারক ডাক টিকেটের অ্যালবাম সম্পাদন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
শুক্রবার (১৪ আগস্ট) গণভবনে মোড়ক উন্মোচনের পর এই ডাকটিকেট সম্বলিত বইটির একটি কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
একসময়ের সহপাঠী বর্তমান ডাক ও টিলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সম্পাদিত স্মারক ডাক টিকেটের অ্যালবাম দেখে মুগ্ধ ও স্মৃতিকাতর হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় ডাক টিকেট গুলোতে স্মারক সাক্ষর করেন। এরপর এগুলোকে জন্মশতবার্ষিকীর সিল মারা হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র এসময় উপস্থিত ছিলেন।