ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের ম্যাসেজিং সার্ভিস একীভূত করার ঘোষণা কার্যকরের পথে ফেসবুক। সম্প্রতি ইনস্টাগ্রামের ডাইরেক্ট ম্যাসেজ ও ম্যাসেঞ্জারকে এক করা হয়েছে। আইওএস ও অ্যানড্রয়েড ব্যবহারকারীদের অনেকেই আপডেটটি পেয়েছেন।
ইনস্টাগ্রামে এরইমধ্যে অনেকেই আপডেটের নোটিফিকেশন পেয়েছেন। সেখানে একদম উপরে ইনস্টাগ্রাম ও ম্যাসেঞ্জারের দুটি আইকন দেখা যাচ্ছে। নিচে লেখা, ‘এ নিউ ওয়ে টু ম্যাসেজ’। ব্যবহারকারী চাইলে একীভূত সেবা নেয়ার অপশন নাকোচও করতে পারেন।
একীভূত সেবা নেয়ার পর ম্যাসেঞ্জারে আলাদাভাবে নির্দিষ্ট ম্যাসেজের রিপ্লাই এবং ইমোজিতে রিঅ্যাকশন দেয়া যাচ্ছে। এছাড়াও, ম্যাসেজের লাইনগুলো নীল ও বেগুনি রঙ ধারণ করছে। তবে ইনস্টাগ্রাম থেকে এখনো ফেসবুকে ম্যাসেজ পাঠানো যাচ্ছে না।
আগামীতে ইনস্টাগ্রাম ডিএম ও ম্যাসেঞ্জারের সঙ্গে হোয়াটসঅ্যাপের সেবা যোগ হবে বলে জানিয়েছে ফেসবুক। একীভূত ম্যাসেজিং সেবায় অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন আনতে কাজ করে যাচ্ছে ফেসবুক। অ্যাপগুলোর মধ্যে সংযোগ সৃষ্টি করলে একটি অ্যাপের ম্যাসেজ অন্য দুটি অ্যাপে পাঠানো সম্ভব হবে।