অনেকেই পিসির সমস্যায় ভুগছেন। বিসিএস কম্পিউটার সিটিতে বিনা মূল্যে পিসি সারানোর সুযোগ রয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটি আয়োজন করেছে চার দিনব্যাপী নানা কার্যক্রম। এ কার্যক্রমের অংশ হিসেবে ২০ আগস্ট পর্যন্ত আগারগাঁওয়ের বিসিএস সিটিতে আসা ক্রেতাদের বিনা মূল্যে কম্পিউটার সেবা দেওয়া হচ্ছে।
বিসিএস কম্পিউটার সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেতাদের সেবা দিতে অভিজ্ঞ প্রকৌশলীরা বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত আগে এলে আগে পাবেন ভিত্তিতে প্রতিদিন সর্বোচ্চ ২৫টি ল্যাপটপ ও ২৫টি ডেস্কটপ পিসি বিনা মূল্যে সারাই করে দেবেন। তবে পিসির তথ্য সংরক্ষণের দায়িত্ব পিসি ব্যবহারকারীর।
প্রকৌশলীরা কম্পিউটারের সমস্যা নির্ণয় করার পর ব্যবহারকারী তাঁর পছন্দের যেকোনো দোকান থেকে সেবা নিতে পারবেন। নির্দিষ্ট কোনো দোকানে যেতে হবে না।