অনুমোদন না নিয়ে বিভিন্ন আউটলেটে হ্যান্ডসেট খুচরা বিক্রির জন্য পাঁচটি মোবাইল ফোন আমদানিকারক ও নির্মাতাকে ৩১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
কমিশনের এক কর্মকর্তা গতকাল বুধবার জানান, কমিশনার মো. জহুরুল হকের সভাপতিত্বে গত সপ্তাহে অনুষ্ঠিত সভায় জরিমানা করা হয়। জয়পুরহাটে চার মোবাইল হ্যান্ডসেট আউটলেটে অভিযান পরিচালনার ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়েছে। প্রতিষ্ঠানগুলো হল ফেয়ার ইলেকট্রনিকস, ফেয়ার ডিস্ট্রিবিউশন, ইলেকট্রা মোবাইল, সোলার ইলেকট্রা বাংলাদেশ ও অ্যাকসেস টেলিকম।
এ অভিযানে আউটলেটগুলো থেকে স্যামসাং ও শাওমি ব্র্যান্ডের ১৭২টি অবৈধ হ্যান্ডসেট পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এসব অবৈধ হ্যান্ডসেটের বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৮৬ হাজার ২৫৫ টাকা।
ইলেকট্রা মোবাইল ও সোলার ইলেকট্রা বাংলাদেশে শাওমি হ্যান্ডসেটের ডিস্ট্রিবিউটিং পার্টনার।
হ্যান্ডসেট আমদানি ও নির্মাতাদের নাম উল্লেখ না করে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র জানিয়েছেন, জয়পুরহাটে অবৈধভাবে হ্যান্ডসেট খুচরা বিক্রির জন্য কমিশন কয়েকটি কোম্পানিকে জরিমানা করেছে। সেই সঙ্গে কমিশনের অনুমোদন না নিয়ে হ্যান্ডসেট খুচরা বিক্রির কারণ দর্শানোর নোটিসও জারি করা হয়েছে।
পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে ফেয়ার ইলেকট্রনিকস ও ইলেকট্রা মোবাইল অবৈধ হ্যান্ডসেট বিক্রির দায় স্বীকার করলেও ফেয়ার ডিস্ট্রিবিউশন, সোলার ইলেকট্রা ও অ্যাকসেস টেলিকম করেনি।