চলতি বছরের অক্টোবরেই পিক্সেল ৫ বাজারে আসবে, এমনটাই জানিয়েছিল গুগল। তবে ডিভাইসটিতে কী সুবিধা থাকছে তা জানায়নি প্রতিষ্ঠানটি। এবার ভারতীয় ওয়েবসাইট অনলিকসে পিক্সেল ৫ এর রেন্ডার ছবিসহ নানা তথ্য ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া ওই ছবিতে দেখা গেছে, ডিভাইসটির ডিসপ্লের উপরে বাম দিকে আছে ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরা ও ফ্ল্যাশ রয়েছে পেছনে।
অনলিকসে জানিয়েছে, পিক্সেল ৫ এর ডিসপ্লের আকার হবে ৫.৮ ইঞ্চি। যদিও আইটি বিষয়ক সংবাদ মাধ্যম অ্যানড্রয়েড সেন্ট্রাল জানিয়েছে, ৬ ইঞ্চি ডিসপ্লেসহ আসবে পিক্সেল ৫। ব্যাটারির শক্তিও পিক্সেল ৪এ এর চেয়ে বেশি হবে। ফাইভজি সুবিধা থাকবে বলে এর প্রসেসর হবে কম শক্তিশালী।
গত বছর বাজারে আসা পিক্সেল ৪ ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর দেয়া হয়েছিল। নতুন ডিভাইসের র্যাম হবে ৮জিবি, স্টোরেজ হবে ১২৮ জিবি। এর সঙ্গে থাকবে ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ও ৫ ওয়াটের রিভার্স চার্জিং (এয়ারবাডসের জন্য) প্রযুক্তি।
আগামী অক্টোবরে পিক্সেল ইভেন্টে পিক্সেল ৪এ ফাইভজি নামেও আরেকটি ফোন আনবে গুগল। গত ৪ আগস্ট উন্মোচিত ৩৪৯ ডলারের পিক্সেল ৪এ বাজারে এসেছে বৃহস্পতিবার।