বাজারে নতুন স্মার্ট টিভি আনছে শাওমি। মডেল মি টিভি হরাইজোন এডিশন। সম্প্রতি শাওমি এক টিজারের মাধ্যমে নতুন টিভির ছবি পোস্ট করেছে। শাওমি মি টিভি হরাইজন এডিশন অ্যান্ড্রয়েড বেসড স্মার্ট টিভি । এতে কোম্পানির প্যাচওয়াল লঞ্চার থাকবে। এই টিভিতে পাতলা বেজেল থাকতে পারে। মনে করা হচ্ছে এই স্মার্ট টিভিটি প্রিমিয়াম রেঞ্জে আসবে।
শাওমির টিজার পেজে ‘নোটিফাই বাটন’ লাগিয়েছে। এখানে টিভিটির লঞ্চ ডেট এবং কিছু ফিচার জানানো হয়েছে। এতে প্রিমিয়াম স্ক্রিন থাকবে। অনুমান করা হচ্ছে এতে কিউএলইডি বা ওএলইডি ডিসপ্লে থাকবে। এই টিভিতে থাকা প্যাচওয়ালের মাধ্যমে ৫,০০০ এর বেশি অ্যাপ অ্যাক্সেস করা যাবে।
এদিকে কোম্পানি টিজারে এবার কুইক ওয়েক ফিচারের উল্লেখ করেছে। ফলে এই ফিচারের মাধ্যমে স্ট্যান্ড বাই মোড থেকে টিভিটি দ্রুত চালু হবে। এর আগের শাওমি টিভিগুলোতে সুইচ অন করলে ৪৫ সেকেন্ডের বেশি সময় ফুল রিবুটের জন্য লাগতো। নতুন মি টিভি হরাইজোন এডিশন সেই সমস্যা থেকে মুক্তি দেবে।