ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ পর্দার টিভি আনছে শাওমি। শাওমির এই টিভিটি আল্ট্রা হাই-এন্ড ফ্ল্যাগশিপ টিভি রেঞ্জের একটি অংশ হবে এবং এই ট্রান্সপারেন্ট টিভিটির জন্য, সংস্থাটি ট্রান্সপারেন্ট সার্কিট এবং মাইক্রো ডিভাইস ব্যবহার করবে।
মাইড্রাইভের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শাওমি আগামী বছরের মধ্যে এই নতুন টিভিটি বাজারে আনতে পারে।
রিপোর্ট অনুযায়ী, শাওমি ইতিমধ্যেই এই নতুন টিভির সাপ্লাই চেন সেট করতে শুরু করেছে। এমনকি এই টিভি বিষয়ক সমস্ত অপারেশন বা শিপিং সম্পর্কেও নানা আলোচনা করছে সংস্থাটি।
তবে শাওমির নতুন ট্রান্সপ্যারেন্ট টিভি রেঞ্জের দাম সম্পর্কে যদি জানতে চান, তাহলে বলে রাখি শাওমির এই আসন্ন টিভিটি বেশ ব্যয়বহুল হতে পারে। কারণ স্যামসাং এর ওলিড প্যানেলের দাম যথেষ্টই বেশি।