নতুন ডিজাইনে লেআউট দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’। দেখতে আকর্ষণীয় হলেও অনেকে এই নতুন লেআউট বুঝে উঠতে পারছেন না ঠিকভাবে। অনেকেই আবার চাইছেন পুরনো লেআউটেই ফিরে যেতে।
ফেসবুকের নতুন লেআউটের অনেক কিছুই বুঝে উঠতে সমস্যা হচ্ছে অনেকের। এ নিয়ে ফেসবুকেই ক্ষোভ ঝাড়তে দেখা গেছে ফেসবুক ব্যবহারকারীদের।
আগামী ১ অক্টোবর থেকে ফেসবুকের টার্মস অব সার্ভিসের ৩.২ সেকশন আপডেট করা হবে। এরইমধ্যে অনেক ব্যবহারকারীই নতুন লেআউট পেয়ে গিয়েছেন। আর এই নতুন আপডেট সহজভাবে নিতে পারেননি অনেক ব্যবহারকারীরাই।
কম্পিউটারে ‘গুগল ক্রোম’ ব্যবহারকারীরা চাইলেই নতুন ফেসবুক লেআউট থেকে ফিরে যেতে পারেন পুরোনো লেআউটে।
এক্ষেত্রে গুগল ক্রোমের এড এক্সটেশন দিয়ে ‘ওল্ড লেআউট ফর ফেসবুক’ এড করে নিলেই ফিরে পাবেন ফেসবুকের পুরোনো লেআউট।
কম্পিউটার থেকে ফেসবুকের পুরনো লেআউটে ফিরে যেতে এখানে ক্লিক করুন