ডেটাবেস কে বলা হয় তথ্যভান্ডার।ডেটাবেজ হলো কম্পিউটার ভিত্তিক একটি পদ্ধতি যার সাহায্যে সংগৃহীত উপাত্ত সংগ্রহ করে প্রয়োজনীয় অনুযায়ী পুনরুদ্ধার করা যায়। অন্যকথায় ডেটাবেজ হচ্ছে সংগৃহীত উপাত্তের ভান্ডার যাতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন উপায় এবং আকারে তথ্য সংগ্রহ করা যায়। আরও সহজভাবে বলতে গেলে ডেটাবেজ হলো অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা যেখানে থেকে নির্দিষ্ট প্রয়োজনীয় কোন উপাত্তকে দ্রুত এবং খুব সহজে সনাক্ত করার উপায় বা পন্থা আছে। এ তথ্য ভান্ডারে বিপুল প্রকার এবং বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করে রাখা হয়। একজন ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী যে কোন মুহূর্তে যে কোন তথ্য এ তথ্য ভাণ্ডার থেকে আরোহন বা সংগ্রহ করতে পারেন।
একটি ডেটাবেজ মূলত কলাম এবং শাড়ির সমন্বয়ে গঠিত। প্রত্যেকটি কলামের একটি করে হেডিং বা শিরোনাম থাকে। এই হেডিং বা শিরোনাম থেকে বোঝা যায় সে কলামে কি ধরনের ডেটা বা তথ্য আছে। হেডিং বা শিরোনাম গুলো ফিলম নামে পরিচিত। আর পাশাপাশি কয়েকটা কলামের সমন্বয়ে গঠিত হয় একটি সারি।
প্রত্যেকটি সারিকে বলা হয় রেকর্ড। ষাটের দশক থেকে কম্পিউটারে ডেটাবেজ ফাইলেরিয়া সংরক্ষণ শুরু হয়। তখন একটি ডাটা টেবিলের সমন্বয়ে একটি ডাটাবেজ গঠিত হতো। কিন্তু বর্তমানে ডেটাবেস ধারণা অনেক ব্যাপকতা লাভ করেছে। এখন কোন ডেটাবেজে আওতায় এক বা একাধিক ডেটা টেবিল, কুয়েরি, ফ্রম, রিপোর্ট ইত্যাদি ফাইল থাকতে পারে। অর্থাৎ ডেটাবেজ হতে ডেটা তথ্য সমৃদ্ধ এক বা একাধিক ফাইল এর সমষ্টি।
উল্লেখযোগ্য কয়েকটি ডেটাবেজ প্রোগ্রাম হল মাইক্রোসফট এক্সেস, ওরাকল ফোর্থ ডাইমেনশন, প্যারাডক্স প্রভৃতি।