প্রত্যাশি অ্যাপল ইভেন্টে মুক্তি পেল অ্যাপল হোম পড মিনি। সাধারণের সাধ্যের মধ্যেই নয়া এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ডিভাইস নিয়ে এল অ্যাপল। মঙ্গলবারই প্রকাশ্যে এল সেই ডিভাইস।
এ ছাড়াও এদিন হোম পড মিনি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করেছে অ্যাপেল। এতে থাকছে এস-৫ প্রসেসর। গোটা ঘরে যাতে আওয়াজ খুবই ভারসাম্য রেখে ছড়িয়ে পড়তে পারে সেই সঙ্গে নতুন ফিচার হিসাবে যোগ করা হয়েছে কম্পিউটেশনাল অডিও প্রযুক্তি। হোম পড মিনি অ্যাপেল মিউজিক, অ্যাপেল পডকাস্ট এবং অ্যামাজন মিউজিকের মতো থার্ড পার্টি সার্ভিসকে সাপোর্ট করবে। এটি একটি ভয়েস-কন্ট্রোলড ডিভাইস।
সাদা ও ধূসর দুটি রঙে পাওয়া যাবে এই ডিভাইস। ১৬ নভেম্বর থেকে বাজারে আসবে এই ডিভাইস, যার দাম হবে ৯৯ ডলার।