আর্ন্তজাতিক চাইল্ড পর্নোগ্রাফি গ্রুপের সাথে সংশ্লিষ্ট তিনজন প্রাইভেট ইউনির্ভাসিটির শিক্ষার্থী রাজধানী থেকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন ডিজিটাল ফরেনসিক টিম।
নিজেদের পরিচয় গোপন করে দেশি বিদেশি বিভিন্ন উঠতি বয়সি শিশু ও প্রাপ্ত বয়স্ক মেয়েদের সাথে পরিচত হয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়েব সাইটের মাধ্যমে শিশুদের সেক্স কাজে উৎসাহিত করে নুড কনটেন্ট সংগ্রহ করে এবং তা বিভিন্ন ওয়েবসাইটে প্রচার করার অপরাধ করায় তাদের গ্রেফতার করা হয়।
গত ১৫ তারিখ শাহজাহানপুর, রামপুরা, পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে বোরহান উদ্দিন , মোঃ আব্দুল্লাহআল-মাহমুদ, মোঃ অভি হোসেনকে গ্রেফতার করা হয় ।
ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন ডিজিটাল ফরেনসিক টিম বেশ কয়েকদিন ধরে দেশি বিদেশি গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত অপরাধীর সন্ধান পায় ও তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনা সংক্রান্তে রমনা থানায় পর্ণগ্রাফী নিয়ন্ত্রন আইন ২০১২, এর ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এ আইনে মামলা হয়েছে ।