ঝুলন্ত তার অপসারণ করে মাটির নিচ দিয়ে সংযোগ নিতে কাজ শুরু করেছে ইন্টারনেট ও ক্যাবল অপারেটরদের দু’টি সংগঠন আইএসপিএবি এবং কোয়াব।
ধানমন্ডি সাতমসজিদ রোডে জরিপের প্রাথমিক কাজ করেছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। সেবা সংস্থাগুলোর কাছ থেকে ম্যাপ নিয়ে শিগগিরই রাস্তা খুঁড়ে ক্যাবল সংযোগ দেয়ার আশা করছেন সংগঠনের নেতারা।
দক্ষিণ সিটি কর্পোরেশন ওভারহেড ইন্টারনেট ও ক্যাবল টিভির ঝুলন্ত তার অপসারণ শুরু করলে প্রতিদিন ৩ ঘন্টা করে ইন্টারনেট ও ডিস সংযোগ বন্ধ রাখার ঘোষণা দেয় আইএসপিএবি ও কোয়াব।
তবে শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং রোববার দক্ষিণের মেয়রের সঙ্গে আলোচনায় ওই কর্মসূচি থেকে সরে আসেন নেতারা।
নভেম্বরের মধ্যে ওই দুই সংগঠনকে নিজ উদ্যেগে ঝুলন্ত তার অপসারণের নির্দেশ দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন।
ওই নির্দেশনার পর ধানমন্ডি থেকে মাঠ পর্যায়ে জরিপ শুরু করেছে আইএসপিএবি ও কোয়াব। তবে মাটির নিচ দিয়ে তারের সংযোগ নিতে আরো সময় প্রয়োজন বলে মনে করেন সংগঠনের নেতারা।
ওই কাজে তাদের বিনিয়োগ করতে হলেও গ্রাহক পর্যায়ে বাড়তি খরচ গুণতে হবে না বলে দাবি তাদের।
বাড়তি বিনিয়োগের জন্য খরচ যেন না বাড়ে সেদিকে নজর দেয়ার পরামর্শ নগরবাসীর।
জনগণকে রাস্তা খোঁড়াখুড়ির কারণে যেন ভোগান্তিতে পড়তে না হয় না সেজন্য মধ্য রাত থেকে ভোর পর্যন্ত মাটির নিচ দিয়ে তার সংযোগের কাজ করা হবে।