মাইক্রোসফট এক্সেল শিটে ব্যাপক পরিবর্তন এসেছে। নতুন আপগ্রেডেশনের হাত ধরে ব্যবহারকারীরা এ বার তাদের এক্সেল শিটে জুড়তে পারবেন লাইভ কাস্টম ডেটা টাইপ।
সাধারণত, সংখ্যা এবং টেক্সট অর্থাৎ অক্ষর সাপোর্ট করে এক্সেল শিটে। এবার ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দিচ্ছে নতুন ফিচার। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের ডেটা বা তথ্যগুলোকে কাস্টম ডেটা টাইপে ইমপোর্ট করতে পারবেন। অর্থাৎ এক্সেল শিটে প্রত্যেকে তাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কিত তথ্যগুলো লাইভ ডেটা টাইপে একটি সিঙ্গেল শিটে জুড়ে দিতে পারবেন। ফলে বারবার নিজে থেকে কোনও ডেটা আপডেট করার প্রয়োজন পড়বে না। কারণ সেই কাজ করে দেবে এক্সেলের নতুন ফিচার।
এক্সেল শিটের নতুন ফিচার নিয়ে মাইক্রোসফট এক ব্লগ পোস্টে জানিয়েছে, এই নতুন ফিচার আসার ফলে একটা বড় সমস্যার সমাধান হয়েছে। আগে ম্যানুয়ালি ডেটা আপডেটে যে ভুল-ভ্রান্তি দেখা যেত, এ বার সেই ভুল হওয়ার পরিমাণ একটু কমবে।