সবাইকে তাক লাগিয়ে আমেরিকাতে লঞ্চ হয়ে গেল স্টিল সিরিজের এরক্স ৩ গেমিং মাউস আই ৫৪। বিশেষ গুনসম্পন্ন মাউসটি এয়ার সেন্সর এর মাধ্যমে চলবে। আরেকটি বিশেষ গুন মাউসটি পানি প্রতিরোধক তাছারা তেল, ময়লা, ধুলাবালি প্রতিরোধক ও বটে। কি এক অদ্ভুত ও মনোরম ডিজাইন করা হয়েছে তা কেবল দেখলেই বোঝা যাবে। স্টিল সিরিজ বলেছে অবচয় প্রযুক্তি মাউসটির ভেতরের ডিভাইস সুরক্ষা দিবে। এমনিকি তারা ও ট্রুমোভকোর সেন্সর বৈশিষ্ট্যযুক্ত।
এবার আলোকপাত করা যাক এরক্স ৩ এর কি মূল্য তা নিয়ে:
এরক্স ৩ ওয়্যারলেস মাউস এর মূল্য আমেরিকাতে নির্ধারন করা হয়েছে ১০০$ ( সাধারণ ভাবে ভারতের মূল্য ৭৫০০ রুপি)। এবং একই মাউস তারযুক্তটির মূল্য ৬০$ ( সাধারণ ভাবে ভারতের মূল্য ৪৫০০ রুপি)। উভয় মাউস গুলোই আমেরিকাতে পাওয়া যাবে নভেম্বর মাসের ১০ তারিখ হতে এর আগে পাওয়া যাবেনা। স্টিল সিরিজের অফিসিয়াল ওয়েবসাইট বলেছে এটা এখন ভারতে সিপ করা যাবে না। এ বিষয়ে ভারতে কবে লঞ্চ হবে তার তথ্য পাওয়া যায়নি।
এবার আলোচনা করা যাক এপরক্স ৩ এর স্পেসিফিকেশন নিয়ে:
স্টিল সিরিজের এরক্স ৩ ওয়্যারলেস মাউসের ওজন মাত্র ৬৬ গ্রাম এবং তারযুক্ত মাউসটির কোম্পানি ওজন করেছে মাত্র ৫৭ গ্রাম। উল্লেখ্য যে উভয়েরই মেস ডিজাইন করা হয়েছে এবং উভয়েরই তেল, পানি, ময়লা প্রতিরোধক। এরক্স এমন একটি মাউস যা এখন পর্যন্ত প্রথম গেমিং মাউস যেটাতে আই পি ৫৪ রেটিং গ্রহণ করে যার জন্য পানি প্রতিরোধক এবং তেল, ময়লা, ধুলাবালি আরো অনেককিছু থেকে নিরাপত্তা দেয়।
এরক্স ৩ এর উভয় মাউস গুলোই ট্রুমোভকোর সেন্সর, সেই স্টিল সিরিজ অপটিক্যাল সেন্সর উৎপাদন উন্নয়ন করে।
ওয়্যারলেস ডিভাইসটি ২.৪ গিগাহার্জ ওয়্যারলেস ইউ এস বি অথবা ব্লুটুথে সংযোগ দেওয়া যায়। মাউসটি ২০০ ঘন্টার ও বেশি রান করবে ব্লুটুথে এবং আরো ৮০ ঘন্টার বেশি ২.৪ গিগাহার্জ এ সংযোগ দেয়। এরক্স ৩ মাউস ইউ এস বি টাইপ সি পোর্ট চার্জিং এনেছে এবং ৪০ ঘন্টা লাইফটাইম এর ব্যাটারিতে মাত্র ১৫ মিনিট টাইম নেবে সেভাবে তৈরী করেছে।