মাত্র ৯৫৯৯ হাজার টাকায় ৪জিবি র্যাম ও ৬৪ জিবি মেমরিসহ নতুন মডেলের স্মার্টফোন নিয়ে এসেছে ওয়ালটন। ফোনটার মডেল ওয়ালটন প্রিমো আরএম ৪ । এই ফোনে ৮ মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা আছে। এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। ফোনের পিছনে তিনটি ক্যামেরার সঙ্গেই একটি এলইডি ফ্ল্যাশ থাকছে। এছাড়াও ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আকর্ষণীয় ডিজাইনের বাজেট সাশ্রয়ী ওয়ালটন প্রিমো আরএম ৪ ডিভাইসের দাম, ফিচার ও স্পেসিফিকেশন —
কাঠামো : প্লাস্টিকের কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৬৭×৭৭.৬×১০.১ এমএম
নেটওয়ার্ক সমর্থন : ২জি / ৩জি / ৪জি / এলটিই
সিম : ডুয়াল ন্যানো
ডিসপ্লে : ৬ দশমিক ৫ আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
ডিসপ্লে রেজল্যুশন : ১০৮০×২৩৪০ পিক্সেল
ওএস : অ্যান্ড্রয়েড ১০
চিপসেট : মিডিয়াটেক হেলিও এ২৫
মেমোরি কার্ড : মাইক্রোএসডি এক্সসি
অভ্যন্তরীণ স্টোরেজ : ৪ গিগাবাইট র্যাম সংস্করণে ৬৪
রিয়ার ক্যামেরা : ১৩,৫,০.৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা : ৮ মেগাপিক্সেল
কানেক্টিভিটি : ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি
ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৫৯৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার