বিশ্বের বৃহৎ পার্সোনাল কম্পিউটার (পিসি) নির্মাতা চীনভিত্তিক লেনোভো গ্রুপের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের মুনাফা প্রত্যাশা ছাড়িয়েছে। গতকাল প্রতিষ্ঠানটির প্রান্তিক আর্থিক খতিয়ান প্রকাশকালে বলা হয়, কভিড-১৯ মহামারীর নতুন স্বাভাবিকতা মেনে রিমোট ওয়ার্কের প্রচলন বেড়েছে। অনেক প্রতিষ্ঠান কর্মীদের স্বাস্থ্যনিরাপত্তা নিশ্চিতে রিমোট ওয়ার্ক বা বাসায় থেকে অফিসের কার্যক্রম চালানোর সুবিধা দিচ্ছে, যা জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা আয়ে লেনোভোকে সহায়তা করেছে। খবর রয়টার্স।
আর্থিক খতিয়ানে লেনোভো জানায়, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে তাদের নিট মুনাফা ৫৩ শতাংশ বেড়ে ৩১ কোটি ডলারে পৌঁছেছে, যা প্রত্যাশা ছাড়িয়েছে। একাধিক বিশ্লেষকের পূর্বাভাসে গত প্রান্তিকে লেনোভোর নিট মুনাফা গড়ে ২২ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছানোর কথা বলা হয়েছিল। গত প্রান্তিকে লেনোভোর রাজস্ব ৭ শতাংশ বেড়ে ১ কোটি ৪৫ লাখ ডলারে পৌঁছানোর তথ্য দেয়া হয়েছে।