বরাবরই গ্রাহকদের জন্য একের পর এক চমক নিয়ে আসে শাওমি। ইতিমধ্যে আধুনিক প্রযুক্তির নিত্যনতুন মোবাইল ফোন বাজারে এনে ক্রেতাদের মন জয় করেছে শাওমি। সাধ্যের মধ্যে দামে সংস্থার একের পর এক স্মার্ট ফোন মন কেড়েছে ক্রেতাদের।
এবার জানা গেল নয়া তথ্য। শাওমির তরফে ক্রেতাদের mi smart upgrade পরিষেবা দেওয়া হচ্ছে। পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কেনার ক্ষেত্রে নজরকাড়া সুবিধা দিচ্ছে শাওমি।
পুরনো ফোন এক্সচেঞ্জ করলে নতুন ফোন কেনার ক্ষেত্রে অনেক সময়েই সুবিধা পাওয়া যায়। তবে এবারে জানা গিয়েছে এই শাওমির এই অফারে ইউজাররা নতুন ফোন কেনার ৪-৬ মাসের মধ্যে এক্সচেঞ্জ করলে দামের ৭০ শতাংশ পর্যন্ত ফেরত পাবেন।
আবার জানানো হয়েছে, ৭-৯ মাসের মধ্যে পুরনো ফোন ফেরত দিলে পাওয়া যাবে ৬০ শতাংশ বাইব্যাক ভ্যালু। তবে ডিভাইসের বয়স ১০-১২ মাস বা ১৩-১৪ হলে সেক্ষেত্রে দাম কম হবে ৫০ শতাংশ বা ৪০ শতাংশ দাম পাওয়া যাবে।
তবে সংস্থার এই পরিষেবা নির্দিষ্ট কিছু মডেলের ফোনের ক্ষেত্রেই প্রযোজ্য। শাওমির সব মোবাইল ফোনে এই সুবিধা পাওয়া যাবে না। এই পরিষেবাটি শুধু ভারতের গ্রহকরা ব্যবহার করতে পারবেন ।