গত মাসের মাঝামাঝিতে বাজারে এসেছিলো হুয়াওয়ের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপ হুয়াওয়ে মেট ৪০ সিরিজ। নতুন হুয়াওয়ে মেট ৪০তে পাওয়ারফুল পারফর্মেন্স এর জন্য যেমন রয়েছে কিরিন ৯০০০ চিপসেট সাপোর্ট, তেমনি রয়েছে বেটার অপটিমাইজেশনস এবং দুর্দান্ত ক্যামেরা। অন্যদিকে বেশ কিছু খুব ভালো সময় যাচ্ছে না হুয়াওয়ের, তাই এবারের হুয়াওয়ে মেট ৪০ নিয়ে বেশ আশাবাদীও ছিল হুয়াওয়ে। তবে ফোনটিতে ‘জিএমএস’ গুগল মোবাইল সার্ভিস না থাকায় গ্লোবাল মার্কেটে কিছুটা কম চলছে হুয়াওয়ে মেট ৪০।
তবে পুরোপুরি ভিন্ন চিত্র স্ববেশ চীনে। হুয়াওয়ে মেট ৪০ লঞ্চ হওয়ার পর থেকেই ক্রেতাদের কাছ থেকে অভাবনীয় সাড়া পাচ্ছে হুয়াওয়ে। সম্প্রতি নতুন এই ফোনটি চীনের বাজারে রিলিজ হবার পর থেকেই গড়ছে একের পর এক নতুন রেকর্ড। ফোনটি লঞ্চ হওয়ার একদিনের মধ্যেই চীনের সবথেকে বড় ই-কমার্স প্লাটফর্ম জেডি ডট কমে মাত্র ১১ সেকেন্ডে বিক্রি রয়েছে প্রায় ১০০ মিলিয়ন (১০ কোটি) ইউনিট হুয়াওয়ে মেট ৪০ সিরিজ। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ স্মার্টফোন বিক্রির সকল রেকর্ড ভেঙে দিয়েছে হুয়াওয়ে।
যদিও এই ১০০ মিলিয়ন ফোনের মধ্যে অন্তর্ভক্ত রয়েছে হুয়াওয়ে মেট ৪০, হুয়াওয়ে মেট ৪০ প্রো এবং Huawei Mate 40 Porsche Design। রিপোর্ট অনুযায়ী, গত বছরের হুয়াওয়ে মেট ৩০ সিরিজের তুলনায় অনলাইন মার্কেটপ্লেসে হুয়াওয়ে মেট ৪০ সিরিজের বিক্রি বেড়েছে প্রায় ৬০০ গুনেরও বেশি। ধারনা করা হচ্ছে ১ ঘন্টায় হোম ডেলিভারি এবং একবছরের ফ্রি ব্যাটারি রিপ্লেসমেন্ট আকর্ষন টেনেছে ক্রেতাদের, যা ফোনগুলোর অভাবনীয় বিক্রির অন্নতম কারণ।হুয়াওয়ে মেট ৪০ সিরিজের এই সাফল্য উদযাপনের জন্য জেডি ডট কম নিজের হেডকোয়ার্টারে ড্রোন শো করেছে, যেখানে হুয়াওয়ে মেট ৪০ এর অনবদ্য সেলিং পয়েন্টস উপস্থাপন করেছে তারা।
নতুন হুয়াওয়ে মেট ৪০ ফোনটিতে রয়েছে ৫ ন্যানোমিটার আর্কিটেকচার বেজ্ড হুয়াওয়ের লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট কিরিন ৯০০০ চিপসেট দুর্দান্ত ক্যামেরা এবং অনবদ্য ডিজাইন। যদিও ইউএস ব্যানের কারনে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে হুয়াওয়ে, যার ফলে গ্লোবাল মার্কেটে কিছুটা ব্যবসা হারালেও চীনে ৪৫ শতাংশ দখল করে নিজেদের অবস্থান শক্ত করে রেখেছে হুয়াওয়ে। তবে আশার কথা হলো ধীরে ধীরে সকল বাধা কাটিয়ে উঠছে হুয়াওয়ে, আগামী কিছু দিনের মধ্যে স্মার্টফোন উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদানগুলো আবারো আমদানি করতে পারবে হুয়াওয়ে। এখন দেখার বিষয় হচ্ছে হুয়াওয়ের পরবর্তী কী হয়।