সম্প্রতি ‘বেস্ট গ্লোবাল ব্র্যান্ড’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইন্টারব্র্যান্ড প্রকাশিত এ তালিকায় আধিপত্য বিস্তার করে আছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। প্রতিবেদন অনুযায়ী, কভিড-১৯ মহামারীর ভয়াবহতার মধ্যে প্রযুক্তিনির্ভরতা অনেকাংশে বেড়েছে, যা বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ব্যবসায় উল্লম্ফন ঘটিয়েছে। ব্যবসা প্রবৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়েছে প্রযুক্তি ব্র্যান্ডগুলোর বাজারমূল্যে। চলতি বছর বেস্ট গ্লোবাল ব্র্যান্ড শীর্ষক প্রতিবেদনের তালিকায় স্থান পাওয়া বিশ্বের সবচেয়ে দামি ৩০ প্রযুক্তি কোম্পানি ।
ইন্টেল:
ইন্টারব্র্যান্ডের প্যারামিটার্স অনুযায়ী, কভিড-১৯ মহামারীর মধ্যে বিভিন্ন তথ্যপ্রযুক্তি পণ্যের চাহিদা বেড়েছে। তথ্যপ্রযুক্তি পণ্যের চাহিদা বৃদ্ধি ইন্টেল চিপের চাহিদা বাড়াতে সহায়তা করেছে। এর ফলে মার্কিন চিপ নির্মাতা ইন্টেলের ব্র্যান্ডমূল্য ৩ হাজার ৬৯৭ কোটি ১০ লাখ ডলারে পৌঁছেছে। বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড তালিকায় প্রযুক্তি কোম্পানি হিসেবে ষষ্ঠ অবস্থানে রয়েছে ইন্টেল।
ফেসবুক:
চলমান বৈশ্বিক মহামারীর মধ্যে আরো বেশকিছু প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের ব্যবসা বেড়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ব্র্যান্ডমূল্য ৩ হাজার ৫১৮ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছেছে। এর সুবাদে বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড তালিকায় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে সপ্তম অবস্থানে জায়গা করে নিয়েছে ফেসবুক।
আইবিএম:
ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনসের (আইবিএম) ব্র্যান্ডমূল্য ৩ হাজার ৪৮৮ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। ইন্টারব্র্যান্ড প্রকাশিত বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড তালিকায় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে অষ্টম অবস্থানে রয়েছে আইবিএম। এখন ক্লাউড কম্পিউটিংয়ের চাহিদা বেড়েছে। ব্যক্তি গ্রাহকের পাশাপাশি এন্টারপ্রাইজ পর্যায়ে ক্লাউড প্রযুক্তি গ্রহণের প্রবণতা বেড়েছে, যা আইবিএমের ব্যবসা প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে।
সিসকো:
ইন্টারব্র্যান্ডের প্যারামিটার্স অনুযায়ী, মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি সিসকোর ব্র্যান্ডমূল্য ৩ হাজার ৪১১ কোটি ৯০ লাখ ডলারে পৌঁছেছে, যা প্রতিষ্ঠানটিকে বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড তালিকায় প্রযুক্তি কোম্পানি হিসেবে নবম অবস্থান দখলে সহায়তা করেছে। ফাইভজির ব্যবহার শুরু হওয়ায় বিশ্বজুড়ে নেটওয়ার্ক সরঞ্জামের চাহিদা বেড়েছে, যা সিসকোর নেটওয়ার্ক সরঞ্জাম ব্যবসায় নতুন মাত্রা যোগ করছে।
এসএপি:
ইন্টারব্র্যান্ড প্রকাশিত বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড তালিকায় প্রযুক্তি কোম্পানি হিসেবে দশম অবস্থানে রয়েছে এসএপি। জার্মানিভিত্তিক সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠানটির ব্র্যান্ডমূল্য ২ হাজার ৮০১ কোটি ১০ লাখ ডলারে পৌঁছেছে। কভিড-১৯ মহামারীর নতুন বাস্তবতায় অনেক সেবা এখন সফটওয়্যারনির্ভর হয়ে উঠছে। যে কারণে এসএপির মতো বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ক্রমে বড় হচ্ছে।
সূত্র: গ্যাজেটস নাউ