গ্রামীণফোনের চাকুরীচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবিতে রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানব বন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে লিফলেট বিতরণ করেছে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইইউ)। এই সময় জিপিইইউ সাধারণ সম্পাদক মিয়া মাসুদকে চাকুরীচ্যুত করার প্রতিবাদে ও স্বপদে অতিসত্বর পুনর্বহাল করা, রিজিওনাল অপারেশন ও গ্রামীণফোন গ্রাহক সেবা কেন্দ্রের ১৩০ জনকে কাজে ফিরিয়ে নেওয়ার দাবীতে লিফলেট বিতরন করা হয়।
সংগঠনটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি পালনের সময় প্রতিবাদী গান ও কবিতায় সংহতি জানিয়েছে ধানমন্ডির সংগীত গোষ্ঠী ক্রো অফ ঢাকা।
এসময় গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক বলেন, আমাদের আন্দোলন কর্মসূচি চলবে যতক্ষণ না জিপিইইউ এর সাধারণ সম্পাদক মিয়া মাসুদকে গ্রামীণফোন কর্তৃপক্ষ স্বপদে পুনর্বহাল করবে। একই সঙ্গে জিপির রিজিওনাল অপারেশন ও গ্রামীণ ফোন গ্রাহক সেবা কেন্দ্রের ১৮০ জনকে তাদের কাজে ফিরিয়ে দিতে হবে।
এসময় তিনি আরও ঘোষণা করেন ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন ও অবস্থান কর্মসূচির যেখানে বিভিন্ন সেক্টরের শ্রমিক নেতারা উপস্থিত থাকবেন ।
মানব বন্ধন ও অবস্থান কর্মসূচিতে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক মিয়া মাসুদ সহ জিপিইইউ এর কার্যনির্বাহী কমিটির সদস্য, জিপিইইউ মহিলা কমিটির প্রেসিডেন্ট সারমিন ববি ও সেক্রেটারি মিসেস সুবর্ণা, জিপিইইউ জিপিহাউস কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলন।