নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন ফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে। মডেল নকিয়া ২.৪। শিগগিরই এই ফোন এশিয়ার বাজারে পাওয়া যাবে।
সম্প্রতি নকিয়ার নতুন এই ফোনের একটি ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিওতে ফোনটির নজরকাড়া লুক দেখে ক্রেতাদের আকর্ষণ বেড়েছে। সাধ্যের মধ্যেই দাম থাকছে ফোনটির। খুব সম্ভবত ১২ থেকে ১৫ হাজার টাকার মধ্যে মিলবে এই ফোন। আকর্ষণীয় তিনটি আলাদা রঙে আনা হচ্ছে এই ফোন।
ফোনটি চলবে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে। এছাড়াও রয়েছে ডুয়েল সিমের সুবিধাও। সঙ্গে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে রয়েছে অক্টোকোর মিডিয়াটেক হেলিও পি২২ চিপসেট। সঙ্গে ৩ জিবি র্যাম। এতে রয়েছে ৬৪ জিবি স্টোরেজের সুবিধা। ব্যবহার করা যাবে মেমরি কার্ড। ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে নকিয়ার এই নয়া ফোনে। রয়েছে দ্রুত চার্জের সুবিধাও।