নকিয়া মোবাইল ফোন গুলোতে অ্যান্ড্রোয়িড ভার্সন দেওয়ার পরে মোবাইল জগতে বেশ আলোচিত হয়েছে মোবাইল ব্র্যান্ডটি। নকিয়ার নতুন ফোন ২.৪ এর লঞ্চ হয়েছিল সেপ্টেম্বর এ ইউরোপে এবার চলতি মাসের ২৬ তারিখে এই মোবাইলটির লঞ্চ হতে চলেছে। নকিয়া ২.৪ এ নতুন কিছু সংযোজন করা হয়েছে।
চলুন আলোচনা করে আসি মোবাইলটির স্পেসিফিকেশন নিয়ে।
নকিয়া ২.৪ এ দেওয়া হয়েছে ৬.৫০ ইঞ্চি বিশিষ্ট ওয়াটারড্রপ স্টাইলের এইচ ডি ডিসপ্লে। এবং পেছনে মাউন্ট করা ফিংগার প্রিন্ট সেন্সর রাখা আছে। মোবাইলটির রেজুলেশন দেওয়া হয়েছে ৭২০*১৬০০ পিক্সেল এর। এই মোবাইলের রিয়ার ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল এর ও ফ্রন্ট ক্যামেরাটি ৫ মেগাপিক্সেল এর। নকিয়ার ক্যামেরা সম্পর্কে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই সেটা কারো অজানা নয়।
ফোনটির হার্ডওয়্যার :
অ্যান্ড্রোয়িড ১০ ব্যাবহার করা হয়েছে এই মোবাইল ফোনটিতে। এখানে মিডিয়াটেক হেলিও পি ২২ অক্টাকোর প্রসেসর ব্যাবহার করা হয়েছে। এতে ২ জিবি র্যাম দেওয়া হয়েছে। এই মোবাইলটির ফোন স্টোরেজ দেওয়া হয়েছে ৩২ জিবি। ভালই ফাস্ট হবে আলোচ্য মোবাইল ফোনটি। গ্লোবাল এ ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ দেওয়া আছে। ৪ জি সাপোর্টেড এই মোবাইল ফোনটি। রেডিও, ব্লুটুথ, মাইক্রো ইউ এস বি পোর্ট সহ যাবতীয় সুবিধাদি পাওয়া যাবে এই মোবাইল ফোনটিতে। নকিয়া ২.৪ এ দেওয়া হয়েছে ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি যা চার্জ ভালই ব্যাকআপ দিবে।
নকিয়া ২.৪ এর মূল্য:
নকিয়া ২.৪ এর মূল্য দেওয়া হয়েছে ১১৯ ইউরো থেকে শুরু যার ভারতীয় মূল্য ১০৫০০ রুপি। নকিয়া ২.৪ এর ২ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজের জন্য ভিন্য মূল্য দেওয়া হয়েছে।