অক্টোবর মাসে বাংলাদেশের বাজারে এসেছে হনর ১০এক্স লাইট। চলুন যেনে নেয়া যাক মোবাইলটি সম্পর্কে।
প্রথমে জানা যাক এর বিল্ড কোয়ালিটি সম্পর্কে!
মোবাইলটির পিছনে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং সামনে দেয়া হয়েছে পাস্টিক । মোবাইলটির বডি ডাইমেনশন 165.7 x 76.9 x 9.3 মিলি মিটার।এর ওজন মাত্র ২০৬গ্রাম। এই মোবাইলটই তে ব্যবহার করা যাবে ডুয়েল ন্যানো সিমকার্ড। এতে ডিসপ্লে হিসেবে দেয়া হয়েছে ৬.৬৭ইঞ্চির আইপিএস ডিসপ্লে।ডিসপ্লেটির রেজুলেশন 1080 x 2400 পিক্সেলস এবং রেশিও ২০ঃ৯।ডিসপ্লে ডেনসিটি ৩৯৫ ডেনসিটি।
এবার আলোক পাত করা যাক মোবাইলটার হার্ডওয়ার সেকশন নিয়ে!
মোবাইলটি তে প্রসেসর হিসেবে দেয়া হয়েছে কিরিনহিলিস৭১০। স্টোরেজ অপশনে দেয়া হয়েছে ৪জিবি র্যাম এবং ১২৮ জিবি রম।চাইলে ৫১২জিবি পর্যন্ত ইন্টারনাল কার্ড ব্যবহার করা যাবে।
এবারে কথা বলা যাক ক্যামেরা সেকশন নিয়ে!
মোবাইলটি তে দেয়া হয়েছে কুয়াড ক্যামেরা সেটাপ।মেইন ক্যামেরা টি ৪৮মেগাপিক্সেলের একটি ওয়াইড সেনসর।সাথে আরো থাকছে ৮মেগা পিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর।আরো থাকছে ২ মেগাপিক্সেলের একটি ম্যাকো লেন্স এবং একটি দেপ্ত সেন্সর।সেলফি ক্যামেরা হিসেবে দেয়া হয়েছে ৮মেগাপিক্সেলের একটি ক্যামেরা।ভিডিও করা যাবে 4K-30fps,1080P-30Fps.ক্যামেরা তে ডুয়েল ফ্লাস সহ আরো অনেক ফিচার আছে। এতে থাকছে লাউডস্পিকার ,৩.৫৫মিলিমিটার অডিও জ্যাক।
মোবাইলটি তে ডুয়েল ব্যান্ড জিপিএস,ব্লটুঠ ৫.১ ,এনএফছি এবং ইউএসবি টাইপ ছি আছে। সিকিউরিটি হিসেবে আছে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট।
মোবাইলটি তে দেয়া হয়েছে ৫০০০মিলি অ্যাম্পিয়ার এর নন রিমুভেবল ব্যাটারি।একে চার্জ করতে বক্স এ দেয়া থাকবে ২২ওয়াট এর ফাস্ট চার্জার।হনোর দাবি করছে ৩০মিনিটে মোবাইলটি ৪৬%চার্জ হবে। বাংলাদেশের বাজারে মোবাইলটির দাম ১৯৯৯০টাকা।