জিওনি মোবাইলের সর্বশেষ ফোন জিওনি এম ১২ মোবাইলের লঞ্চ করেছে কোম্পানিটি। ইতিমধ্যে ফোনটি নাইজেরিয়াতে পাওয়া যাচ্ছে। আসুন দেখে আসি এই অত্যাধুনিক ডিজাইনের মোবাইলটির স্পেসিফিকেশন।
প্রথমেই দেখা যাক জিওনি এম ১২ মোবাইলটির ডিসপ্লে নিয়ে:
জিওনি এম ১২ মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৫৫ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে যার পিক্সেল দেওয়া হয়েছে ৭২০*১৬০০। এবং স্ক্রিন টু বডির অনুপাত দেওয়া হয়েছে ৯১%। এই মোবাইলটি ২ টি প্রসেসর এ পাওয়া যায়। একটি হল মিডিয়াটেক হেলি এ ২৫ এবং মিডিয়াটেক হেলিও এ ২৫ এস ও সি। উল্লেখিত ফোনটিতে দেওয়া হয়েছে ৬ জিবি র্যাম এবং ফোন স্টোরেজ দেওয়া হয়েছে ১২৮ জিবি। অতিরিক্ত ভাবে ফোনটিতে ২৫৬ জিবি পর্যন্ত ব্যাবহার করা যাবে।
এবার দেখে আসি জিওনি এম ১২ এ কি ক্যামেরা দেওয়া হয়েছে :
জিওনি এম ১২ এ প্রাথমিক ক্যামেরা দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেল এর, ওয়াইড এংগেল ক্যামেরাটি ৫ মেগাপিক্সেল এর এবং ২ টি অতিরিক্ত ২ মেগাপিক্সেল এর ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ক্যামেরাটি ডেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল এর। ক্যামেরা গুলোর কোয়ালিটি খারাপ না। উক্ত ফোনটিতে ব্যাবহার করা হয়েছে অ্যান্ড্রোয়িড ১০। আলোচ্য ফোনটিতে দেওয়া হয়েছে ৫১০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। যার ব্যাটারি ব্যাকআপ ভালই দিবে।
এবার আলোচনা করা যাক জিওনি এম ১২ মোবাইলের মূল্য নিয়ে:
নতুন জিওনি এম ১২ এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এর হেলিও এ ২৫ এস সি মডেলের মূল্য ধরা হয়েছে ১৫০০০ ভারতীয় রুপি এবং হেলিও পি ১২ এস সি এর মূল্য ধরা হয়েছে ১৪৬০০ রুপি যার সাথে থাকবে ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ।