প্রযুক্তি বিশ্বকে আরেকবার চমকে দিলো চীনা প্রতিষ্ঠান অপো। প্রতিষ্ঠানটি এমন একটি ফোন আনার ঘোষণা দিয়েছে যা আগে কখনো দেখা যায়নি। তবে ফোনটির পূর্ণাঙ্গ রুপ দেখতে আরো অপেক্ষা করতে হবে।
জানা গেছে, ডিভাইসটির নাম হবে ‘অপো এক্স ২০২১’। ফোনটি বাজারে ছাড়া হলে সাধারণ ফোনের ভাঁজ খুলে ট্যাবলেটের আকার দেয়া প্রযুক্তি পুরানো হয়ে যাবে।
অপো’র পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্লেক্সিবল ডিসপ্লে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর ফলাফলই হচ্ছে অপো এক্স ২০২১। এটি তৈরি করা হবে এক্সপান্ডেবল রোলিং স্ক্রিন ও এআর গ্লাসের সমন্বয়ে। ডিভাইসটির ডিসপ্লে ৬.৭ ইঞ্চির; তবে ডান দিকে টাচ করলে তা ৭.৪ ইঞ্চির ট্যাবে পরিণত হবে।
অপোর নতুন ডিভাইসটির পূর্ণাঙ্গ রূপ কবে দেখা যাবে, তা এখনো জানা যায়নি। তাই এ ফোনের বাজারে আসার তথ্যও এখনো অনিশ্চিত। আদৌ মটোরাইজড স্ক্রল প্রযুক্তিসহ ফোনটি আসবে কিনা তাও জানা যায়নি। তবে ডিভাইসের মডেল অনুযায়ী ২০২১ সালে দেখা মিলতে পারে এ ডিভাইসের।