কিছুদিন আগে মাইক্রোম্যাক্স এর ইন নোট ওয়ান এসেছিল, এবার চলে এলো মাইক্রোম্যাক্স ইন ১ বি। মোবাইলগুলোকে বেশ আধুনিকীকরণ করেছে মাইক্রোম্যাক্স মোবাইল ব্র্যান্ড। মূল্য অনুযায়ী বেশ ভাল ফিচার দিয়েছে মোবাইলটিতে। এবার দেখে আসি মাইক্রোম্যাক্স ইন ১ বি এর স্পেসিফিকেশন।
প্রথমেই দেখে আসি মাইক্রোম্যাক্স ইন ১ বি এর ডিসপ্লে নিয়ে:
এই মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৫২ ইঞ্চির এইচ ডি ডিসপ্লে যার অনুপাত ২০:৯। রেজুলেশন দেওয়া হয়েছে ৭২০*১৬০০ পিক্সেল। এই মোবাইলটির ডানদিকে ভলিউম এবং পাওয়ার বাটন রয়েছে। এবং বাম সাইডে দেওয়া হয়েছে সিম ট্রে ও গুগল অ্যাসিস্ট্যান্ট নির্দেশিত বাটন। সিম ট্রে তে ২ টি ন্যানো সিম ব্যাবহার করা যাবে। মাইক্রোম্যাক্স ইন ১ বি মোবাইলটি তিনটি রং এ পাওয়া যায় সেগুলো হল: বেগুনী, নীল ও সবুজ। এই মোবাইলটির পেছনে ফিংগার প্রিন্ট রয়েছে, তাছাড়া রয়েছে স্পিকার। মোবাইলের পেছনের অংশটি রিয়েলমি সি ১১ এর মত দেখতে।
এবার দেখে আসি মোবাইলটির ক্যামেরা নিয়ে:
মাইক্রোম্যাক্স ইন ১ বি তে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা যার প্রাথমিক ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল এর ও আরেকটি ২ মেগাপিক্সেল এর সেন্সর। সেলফির জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা। যার পারফর্ম ভালই করবে।
এবার দেখে আসি মাইক্রোম্যাক্স ইন ১ বি তে হার্ডওয়্যার কেমন দেওয়া হয়েছে :
এই মোবাইলটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি ৩৫ প্রসেসর। যার র্যাম দেওয়া হয়েছে ২ জিবি ও স্টোরেজ ৩২ জিবি। এছাড়া বিকল্পটিতে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। মোবাইলটি গেমসে ভালই ফাস্ট পারফর্ম দেয়। এই মোবাইলটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ১০ ভার্সন। এই মোবাইলের সাথে দেওয়া হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি যার ব্যাটারি ব্যাকআপ বেশ ভাল। ফাস্ট চার্জিং এর জন্য রয়েছে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং ক্যাপাসিটি। টাইপ সি পোর্ট ব্যাবহার করা হয়েছে এখানে। অন্যান্য মোবাইল গুলোর মত এখানে ও রয়েছে যাবতীয় সুবিধা। মোবাইলটির লুক অসাধারণ।
এবার দেখে আসি মাইক্রোম্যাক্স ইন ১ বি এর মূল্য নিয়ে:
এই নোবাইলটির ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এর মূল্য দেওয়া হয়েছে ৭৯৯৯ ভারতীয় রুপি এবং ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ এর মূল্য ৬৯৯৯ ভারতীয় রুপি। মূল্য অনুযায়ী মাইক্রোম্যাক্স এর মোবাইলের বিল্ড কোয়ালিটি বেশ ভাল করেছে। আপনি যদি স্বল্প মূল্যের মোবাইল কিনতে চান তাহলে এটি আপনার জন্য পছন্দের একটি মোবাইল হবে।