শাওমির সর্বশেষ আর্থিক প্রতিবেদন থেকে জানা গেছে, কোম্পানিটি তৃতীয় প্রান্তিকে স্মার্টফোন সরবরাহে নতুন রেকর্ড অর্জন করেছে। এই প্রান্তিকে মোট ৪ কোটি ৬৬ লাখ ইউনিট স্মার্টফোন বাজারে সরবরাহ করা হয়েছে। আর এই সময়ে কোম্পানিটি আয় করেছে ৭.২ বিলিয়ন ডলার। খবর জিএসএম এরিনা।
গত বছরের একই সময়ের তুলনায় এবার স্মার্টফোন সরবরাহ বেড়েছে ৪৫.৩ শতাংশ। এছাড়া কানালিসের গ্লোবাল স্মার্টফোন শিপমেন্ট রিপোর্ট অনুযায়ী ১৩.৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে শাওমি।
গত বছরের তৃতীয় প্রান্তিকে তুলনায় এবার শাওমির আয় বেড়েছে ১০.৯ বিলিয়ন ডলার। আর লাভ হয়েছে ৬২১ মিলিয়ন ডলার। শাওমির বিক্রি হওয়া ফোনগুলোর গড় মূল্য ১৫৫ ডলার বলেও রিপোর্টে প্রকাশ পেয়েছে।