ডিজিটাল প্লাটফর্মে বঙ্গবন্ধু ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে সরকারের আইসিটি বিভাগ। অংশগ্রহণকারীকে ১০০ প্রশ্নের সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর দিতে হবে মাত্র ১২ মিনিটে। সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ী ঘোষণা করা হবে ১২ জনের নাম।
বিজয়ীদের জন্য থাকছে দেশীয় আধুনিক মানের কোর আই সেভেন, টেনথ জেনারেশন প্রসেসরের ল্যাপটপ(প্রথম পুরস্কার), দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকেও দেয়া হবে ল্যাপটপ। আর চতুর্থ থেকে দ্বাদশ বিজয়ী পাবেন স্মার্টফোন।
কুইজে প্রশ্নের বিষয়বস্তুর মধ্যে থাকছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, ডিজিটাল বাংলাদেশ দিবস, ডিজিটাল বাংলাদেশ রুপকল্প, ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভ, নির্বাচনী ইশতেহার ও জাতীয় ই-সেবা কার্যক্রম।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করুন www.quiz.digitalbangladesh.gov.bd ওয়েবসাইটে। ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন পক্রিয়া চলবে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। তবে আইসিটি বিভাগ ও প্রিয়শপের সংশ্লিষ্ট কর্মীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। এর বাইরে কুইজটি সবার জন্য উন্মুক্ত।
কুইজের মূল অধ্যায় শুরু হবে ৮ ডিসেম্বর রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত। রেজিস্ট্রেশনকারীরা নির্ধারিত সময়ে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে ১২ মিনিটে ১০০ কুইজের সঠিক উত্তর দেয়ার সুযোগ পাবেন। তবে সতর্ক থাকতে হবে যে, একটি প্রশ্নের জন্য যেমন ১ পয়েন্ট তেমনি চারটি ভুল উত্তরের জন্য ১ পয়েন্ট কাটা যাবে।
তবে প্রতিযোগীদের একে অপরের প্রশ্নের সঙ্গে মিল না থাকারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রথমে দেখা হবে কতজন সঠিক সময়ে সর্বোচ্চ নির্ভূল উত্তর দিয়েছেন। এরপর যদি একাধিক প্রতিযোগী হয় তাদের মধ্যে দেখা হবে সবচেয়ে কম সময়ে সঠিক উত্তর দিতে পেরেছেন তিনি থাকবেন এগিয়ে। এমন প্রতিযোগী একাধিক হলে ভাগ্য নির্ধারণীর মাধ্যমে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।
বিজয়ীদের নিয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসের অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি(আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।