বেইজিংয়ের অন্যতম বড় ইলেকট্রনিক্স কোম্পানি শাওমি বিখ্যাত তাদের সস্তা এবং উন্নত স্মার্ট ফোন তৈরীর জন্য। তবে এবারে তারা টার্গেট করতে চলেছে ভারতের ফিচার ফোন ব্যবহারকারীদের। সম্প্রতি শাওমির প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট Lei Jun এরকম একটি আভাস দিয়েছেন।
বছরের তৃতীয় কোয়ার্টারের রেজাল্টে দেখা গিয়েছে, ভারতীয় স্মার্টফোন মার্কেট এর ২৬.১% দখল করেছে শাওমি। Jun জানিয়েছেন,” ভারতীয় মার্কেটে, আমরা হয়তো বিগত ১৩ টি কোয়ার্টারে এক নম্বরে অবস্থান করছি। ভারতীয় স্মার্টফোন মার্কেট প্রতিবছর ১৩০ মিলিয়ন থেকে ১৫০ মিলিয়ন মূল্য নিয়ে আসতে পারে। তবে ভারতের সবথেকে বড় গ্রোথ এরিয়া হলো ফিচার ফোন ক্যাটেগরি।”
তিনি আরো জানিয়েছেন, “ভবিষ্যতে আপনারা আরো ১৫০ মিলিয়ন ফিচার ফোন দেখতে পেতে চলেছেন। অর্থাৎ আমাদের আরো অনেক বেশি কাজ করতে হতে পারে। আমরা অত্যন্ত সস্তায় ভালো পারফর্মেন্স যুক্ত স্মার্টফোন নিয়ে আসব। তবে আমরা ভারতীয় মার্কেটের অন্যান্য গ্রোথ এরিয়া নিয়েও কাজ করতে ইচ্ছুক। আগামী পাঁচ বছরের মধ্যে ভারতীয় মার্কেটে শাওমি আরও ভালো কাজ করবে।”