অনলাইনে নিরাপত্তাই যেন এখন মূখ্য বিষয়। করোকালে ‘অফিস ফ্রম হোম’ চালু করার পর যা আরো বেশি গুরুত্ব পাচ্ছে। তাই বর্তমানে ভিপিএনের ব্যবহার বেড়েছে অনেক গুণ।
প্রযুক্তি বিশ্বে ভিপিএনের ছড়াছড়ি। তবে এর মধ্যে কিছু প্রতিষ্ঠান সেবা দেয়ার ক্ষেত্রে সেরা ও নির্ভরযোগ্য ব্র্যান্ড হয়ে উঠেছে। সম্প্রতি প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট বিশ্বসেরা কয়েকটি ভিপিএন সেবার তালিকা প্রকাশ করেছে–
* এক্সপ্রেস ভিপিএন
কার্যক্রম: ৯৪+ দেশে
সার্ভার সংখ্যা: ১৬০টি জায়গায় ৩ হাজার সার্ভার
আইপি এড্রেস সংখ্যা: ৩০ হাজার
ক্রয় প্ল্যান: তিন মাস ফ্রি, এক বছরের প্ল্যান
* নর্ড ভিপিএন
সার্ভার সংখ্যা: ৬২টি জায়গায় ৫ হাজার ২০০+ সার্ভার
আইপি এড্রেস সংখ্যা: ৫ হাজার
কার্যক্রম: ৬২ দেশে
ক্রয় প্ল্যান: দুই বছরের প্ল্যানে ছাড়, মাসে ৩.৭১ ডলার
* প্রোটন ভিপিএন
আইপি এড্রেস সংখ্যা : ৪০ হাজারের বেশি
সার্ভার সংখ্যা : ৬০টি জায়গায় ১,৩০০+ সার্ভার
ক্রয় প্ল্যান : ১ বছরের প্ল্যানে ছাড়, মাসে ৫.২০ ডলার
ভিপিএন সেবার তালিকা তৈরিতে সিনেটের গবেষণা ও পরীক্ষায়–নিরাপত্তা যাচাই, সার্ভার সংখ্যা, রিমোট এক্সেস সুবিধা, আইপির ধরন, ক্লায়েন্ট সফটওয়্যার, গ্রাহক সেবা ও রেটিংকে মূল্যায়ন করা হয়।